Rajasthan Temple News: দেবতার আশীর্বাদ! ভারতের এই গ্রামের মন্দিরে পুজো দিলেই মিলবে সরকারি চাকরি, কোথায় আছে এই মন্দির? জানুন এক ক্লিকে

Published : Jun 05, 2025, 10:34 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Rajasthan Viral Temple: দেশের এই গ্রামেই রয়েছে জাগ্রত মন্দির। যেখানে পুজো করলেই মেলে সরকারি চাকরি। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

রাজস্থান: একটা চাকরি পাওয়ার জন্য আমাদের কত কিছুই না করতে হয়। রাতের পর রাত জেগে পড়াশোনা, নোটস জোগার করা থেকে শুরু করে টিউশন পড়তে যাওয়া। কিন্তু এমনটা যদি হতো মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে ভগবানের চরণে মাথা ঠুকলেই মিলে যাবে মন পছন্দ চাকরি! কী ভাবছেন? এমনটাও আবার সম্ভব নাকি? আজ্ঞে হ্যাঁ।

ঈশ্বরের কাছে ভক্তিভরে প্রার্থনা জানালেই মিলছে সরকারি চাকরি। এমনই ঘটনা ঘটেছে সম্প্রতি। তবে যে-সে মন্দিরে গিয়ে পুজো করে প্রার্থনা জানালেই কিন্তু হবে না। ভারতের একটি রাজ্যে রয়েছে এমনই এক জাগ্রত মন্দির। যেখানে চাকরি প্রার্থী ভক্তরা ভগবানের কাছে আসেন চাকরির মনবাসনা পূরণের আশায়। কথিত আছে, এই মন্দিরে এসে মাথা ঠুকলে ঈশ্বর কাউকে বিমুখ করেন না। চাকরি পেয়ে যান যুবক-যুবতীরা।

কোথায় রয়েছে এমন জাগ্রত মন্দির?

জানা গিয়েছে রাজস্থান রাজ্যের জয়পুর শহরের একটি ছোট্টগ্রাম অন্তেলা। সারা বছর দেশ-বিদেশের পর্যটকরা রাজস্থান ঘুরতে গেলেও অনেকেই নাম শোনেননি এই জায়গার। তবে এই জায়গা এখন লোকজনের মুখে মুখে রীতিমত ভাইরাল। কারণ, এই গ্রামেই রয়েছে সেই জাগ্রত মন্দির। যেখানে চাকরির মনস্কামনা নিয়ে মানত করলেই তা পূর্ণতা পায়। এক ইউটিউবার পবন গুপ্ত জানিয়েছেন, এই মন্দিরের নাম অন্তেলা কুন্দা ধাম। এখানে সরকারি চাকরির প্রস্তুতির জন্য চাকরিপ্রার্থীরা মানত করলেই তা পূরণ হয়।

জানুন এমন কেন বলা হচ্ছে?

এই মন্দিরের আশেপাশে যাঁদের বাড়ি রয়েছে তাঁদের বাড়িতে কম করে একজন করে কোনও না কোনও সরকারি বিভাগে কর্মরত। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরে এসে কিছু চাইলে ঈশ্বর খালি হাতে ফেরান না। মন্দিরের দেবতা খুব জাগ্রত বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, মন্দিরে মানত করলেই সরকারি চাকরি পাওয়া যায় খবর চাউর হতেই ভিড় বাড়ছে মন্দিরে।

একদিকে যখন দেশজুড়ে চাকরির আকাল তখন শুধুমাত্র মন্দিরে মানত করলেই মিলছে চাকরি! সরকারি কেন্দ্রীয় কিংবা অন্য কোনও পোস্টে সরকারি চাকরি করতে পছন্দ করেন না এমন লোক হয়ত খুঁজে পাওয়া দুস্কর। কিন্ত একটা সরকারি চাকরি পেতে গেলে যে পরিমাণ কালঘাম ছোটাতে হয় তাতে অনেকেই আবার সরকারি চাকরির প্রতি বিমুখ হয়ে অন্য কাজে মন দেন। আর সেখানে মাত্র মন্দিরে পুজো দিলেই মিলছে সরকারি চাকরি! এমন খবর চাউর হতেই রাজস্থানের এই গ্রামে ভিড় করছেন দূর দুরান্ত থেকে আগত চাকরি প্রার্থী ভক্তরা। মনস্কামনা পূরণে মন্দিরে এসে মাথা ঠুকছেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল