Bengaluru Stampede: 'এত তাড়াহুড়ো কেন করা হল?' কর্ণাটক সরকারকে তোপ বিজেপি-র

Published : Jun 05, 2025, 04:32 PM ISTUpdated : Jun 05, 2025, 04:43 PM IST
Chinnaswamy Stadium Stampede Bengaluru

সংক্ষিপ্ত

Bengaluru Stampede Update: বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে (M Chinnaswamy Stadium) পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কর্ণাটকের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।

Bengaluru Stampede News Update: বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কর্ণাটকের কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র (BY Vijayendra)। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, 'এত তাড়াতাড়ি এই অনুষ্ঠান আয়োজন করার কি দরকার ছিল? অন্য কেউ যদি এই অনুষ্ঠান আয়োজন করেও থাকে, তাহলে সরকার কেন তা অনুমোদন করল? সহজেই তিন থেকে সাত দিন পর এই অনুষ্ঠান আয়োজন করা যেত।' বিজেপি নেতা আর অশোকাও (R Ashoka) কর্ণাটক সরকারকে আক্রমণ করে বলেছেন, ‘সরকারকে এই ঘটনার পূর্ণ দায়িত্ব নিতে হবে। এই অনুষ্ঠান পরে আয়োজন করা হলে কী ক্ষতি হত? এত তাড়াহুড়ো করার কী দরকার ছিল? এটা ব্র্যান্ড বেঙ্গালুরু নয়। এটা বেঙ্গালুরুর মৃত্যু।’

কর্ণাটক সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিজেপি-র

কর্ণাটক সরকারকে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি আরও বলেছেন, ‘চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে বড় বিপর্যয় ঘটে গিয়েছে। কার এই পদপিষ্টের ঘটনার দায় নেওয়া উচিত? রাজ্য সরকার যদি এই ঘটনা ঠিকমতো সামাল দিতে পারত, তাহলে এই বিপর্যয় এড়ানো যেত। আমেদাবাদে ফাইনাল ম্যাচে দেড় লক্ষ মানুষ ছিলেন। ওখানে এই ধরনের কোনও বিপর্যয় ঘটেনি। কিন্তু বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে গেল। সরকার কি আগাম প্রস্তুতি ছাড়াই এই অনুষ্ঠান আয়োজন করেছিল? বিধান সৌধের সামনে আরসিবি-র এই জয় উদযাপন করার কি দরকার ছিল? উপমুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তা স্পষ্ট করতে হবে।’

পদপিষ্টের ঘটনার পরেও কেন সংবর্ধনা?

কর্ণাটকের বিজেপি সভাপতি আরও বলেছেন, ‘ক্রিকেটাররা হোটেল ছাড়ার আগেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বিধান সৌধের কাছে কেন উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হল? পদপিষ্টের ঘটনার পরেও কেন আনন্দ উদযাপন চালিয়ে যাওয়া হল?’ ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ছিল না বলেও দাবি করেছেন বিজয়েন্দ্র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল