Bharat Bandh: গোটা দেশব্যাপী ভারত বনধ। সামনে রয়েছে একাধিক ইস্যু। আর সেইসব ইস্যুকে সামনে রেখেই বামেদের ট্রেড ইউনিয়ন সিআইটিইউ এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিইউসি সহ মোট ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠনের ডাকে বুধবার, ৯ জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে (bharat bandh 9 july 2025)।
অর্থাৎ, গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট হতে চলেছে ৯ জুলাই। আর এই ধর্মঘটে একাধিক শিল্পের সঙ্গে যুক্ত কর্মী এবং শ্রমিকরা যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছেন নেতৃত্বরা। জানা যাচ্ছে, গোটা দেশজুড়ে এই ধর্মঘটে শামিল হতে পারেন মোট ২৫ কোটিরও বেশি মানুষ। ফলে, বুধবার দেশের একাধিক শিল্পক্ষেত্রে পরিষেবা প্রভাবিত হতে পারে বলেই মনে করছেন অনেকে। এই রাজ্যের আসানসোল, দুর্গাপুর, হলদিয়া সহ একাধিক শিল্পাঞ্চলে ব্যাপক প্রভাব পড়তে পারে। তাছাড়া দেশের একাধিক জায়গায় ভারত বনধ সর্বাত্মকভাবে হতে পারে বলে সূত্রের খবর (bharat bandh protest strike)।
দেশের সম্পদ বাঁচানোর দাবিকে সামনে রেখে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তাছাড়া রেল, ব্যাঙ্ক, বীমা, খনি এবং বন্দর বিক্রি করার বিরোধিতা জানিয়েও এই বনধে তারা শামিল হবেন বলে জানিয়েছেন ট্রেড ইউনিয়ন নেতারা। প্রত্যেকটি ট্রেড ইউনিয়নের দাবি, কোনওভাবেই কাজের সময় ৮ ঘণ্টার বেশি করা যাবে না এবং সরাসরি তারা শ্রম কোড লাগু করার বিরোধিতা জানিয়েছেন।
অন্যদিকে, অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিয়োগের দাবি এবং সরকারি সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ করার দাবিও উঠে এসেছে। এই সবকিছুকে সামনে রেখেই ধর্মঘট হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু তাই নয়, গিগ কর্মীদের অ্যাক্সিডেন্টাল বেনিফিট সহ একাধিক দাবিকে সামনে রেখে এই ভারত বনধ হতে চলেছে। সেইসঙ্গে, বেসরকারি ক্ষেত্রে কাজের নিরাপত্তা সহ একাধিক দাবি রয়েছে তাদের ধর্মঘটের লিফলেটে।
অন্যদিকে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মী সমিতির সহযোগী সংগঠন তথা পশ্চিমবঙ্গ প্রাদেশিক ব্যাঙ্ক কর্মী সমিতি জানিয়েছে, ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে বীমা খাতের কর্মীরাও এই ধর্মঘটে যোগ দেবেন।
এছাড়া ২৭ লক্ষেরও বেশি বিদ্যুৎ বিভাগের কর্মী অংশ নিতে চলেছেন এই বনধে। অর্থাৎ, দেশের শিল্পাঞ্চল ছাড়াও একধিক পরিষেবা ব্যাহত হতে পারে বুধবার। এমনকি, একাধিক হেভি ইন্ডাস্ট্রি ছাড়াও হালকা ও মাঝারি শিল্পের শ্রমিকরাও শামিল হবেন বলে খবর। তাছাড়া কৃষক এবং ক্ষেতমজুররাও আছেন সেই তালিকায়।
ইতিমধ্যেই আইটি কর্মীদের সংগঠনও এই ধর্মঘটের প্রচারে সর্বাত্মকভাবে নেমেছে। বহু শিল্পের একাধিক কর্মী নিজেদের তাগিদে এই বনধে শামিল হবেন বলে জানা যাচ্ছে। নিঃসন্দেহে, এই ধর্মঘট গোটা দেশে বিরাট চেহারা নিতে পারে বলে শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই, পরিবহণ সহ জনজীবনে প্রভাব পড়তে বাধ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।