১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কের ৫ নিয়মের বিরাট পরিবর্তন হতে চলেছে! গ্রাহক হলে অবশ্যই জেনে রাখুন

Published : Feb 01, 2025, 10:14 AM ISTUpdated : Feb 01, 2025, 10:15 AM IST

১ ফেব্রুয়ারি থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার, এটিএম চার্জ, নূন্যতম ব্যালেন্স এবং ডিজিটাল ব্যাঙ্কিং-এর নিয়মে বিরাট বদল হতে পারে। গ্রাহক হলে অবশ্যই জেনে রাখুন এই নিয়মগুলি- 

PREV
110

১ ফেব্রুয়ারি দেশের জন্য এক বিশেষ দিন। কারণ এই দিন দেশের কেন্দ্রীয় বাজেট ২০২৫ পেশ হতে চলেছে।

210

সেই সঙ্গে ব্যাঙ্কের ৫ নিয়মে পরিবর্তন হতে চলেছে। আপনি যদি একজন ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখুন এই বিষয়গুলি।

310

১ ফেব্রুয়ারি থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বৃদ্ধি পেতে পারে। বর্তমানে সুদের হার ৩ শতাংশ তা বেড়ে ৩.৫ শতাংশ হতে পারে।

410

এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়তে পারে। তিন বার টাকা তোলার পর থেকে যতবার টাকা তুলবেন ততবার ২৫ টাকা চার্জ দিতে হবে।

510

এর আগে পর্যন্ত এই চার্জ ২০ টাকা ছিল যা বাড়িয়ে ২৫ টাকা ধার্য হতে পারে। ফলে বাড়তে পারে মধ্যবিত্তের সমস্যা।

610

১ ফেব্রুয়ারি থেকে অ্যাকাউন্টে নূন্যতম ব্যলেন্সের অঙ্কেও পরিবর্তন হতে পারে। 

710

এসবিআই-এর মিনিমাম ব্যালেন্স ছিল ৩০০০ টাকা যা বাড়িয়ে ৫০০০ টাকা হতে পারে।

810

পিএনবি-বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্স ছিল ১০০০ টাকা যা বাড়িয়ে ৩৫০০ টাকা করা হতে পারে।

910

ডিজিটাল ব্যাঙ্কিং এর ক্ষেত্রেও আসবে বিশেষ কিছু পরিবর্তন।

1010

অনলাইন ব্যাঙ্কিং এর ক্ষেত্রকে আরও নিরাপদ করার জন্য বিশেষ কিছু পরিবর্তন হতে পারে।

click me!

Recommended Stories