Budget 2025: বাজার চাঙ্গা করতে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই লির্মলার, রণকৌশলে থাকতে পারে এগুলি

Published : Jan 31, 2025, 11:47 AM IST

আর মাত্র একদিন। তারপরই তৃতীয় মোদী সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এই বাজেট যথেষ্ট চ্যালেঞ্জ নির্মলার কাছে। 

PREV
110
বাজেট প্রত্যাশা

আর মাত্র একদিন। তারপরই তৃতীয় মোদী সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এই বাজেট যথেষ্ট চ্যালেঞ্জ নির্মলার কাছে।

210
মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই

এই বাজেটে নির্মলা সীতারমণকে লড়াই করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে। হিসেব বলছে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করতে হচ্ছে বহু মানুষকে।

310
বিক্রি কমেছে

হিসেব বলছে দেশজুড়ে বিক্রি কমছে ভোগ্যপণ্যের। চা, কফি, কেক, বিস্কুট, তেল, সাবান, শ্যাম্পু -এগুলির চাহিদ অনেকটাই কমে গেছে

410
পরিসংখ্যান

গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলতি অর্থবর্ষের দু’টি ত্রৈমাসিকে ক্ষতির অঙ্ক বেড়েছে একাধিক সংস্থার। অক্টোবর-ডিসেম্বর নিয়েও তেমন প্রত্যাশার জায়গা নেই তারা। এই পরিস্থিতি বদল করাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ বলে মনে করেছে বিশিষ্টরা।

510
চাহিদা বাড়াতে নির্মলার উপায়

সংশ্লিষ্ট মহলের দাবি, এই পরিস্থিতি কাটাতে আর ভোগ্যপণ্যের চাহিদা বাড়াতে নিশ্চয় কোনও উপায় বাতলাবেন নির্মলা সীতারমন। সাধারণ মানুষের হাতে যাতে বাড়তি টাকা আসে তার ব্যবস্থা করতে হবে নির্মলাকে।

610
সমীক্ষা রিপোর্ট

গবেষণা সংস্থা কান্টার সমীক্ষা বলেছিল, স্বল্পমেয়াদী ভোগ্যপণ্যগুলি কিনতে খরচ কমিয়েছে দেশবাসী। ২০২৫-এ ভোগ্যপণ্য বিক্রিবাটা আশাপ্রদ হবে না বলেও আশঙ্কা করেছে রিপোর্ট।

710
বাজার চাঙ্গা হওয়া জরুরি

শিল্পপতিদের একাংশের মতে দ্রুত বাজার চাঙ্গা করতে হবে। না হলেও বিক্রির হার আরও কমবে। তাতে আদতে ক্ষতি হবে দেশের।

810
গ্রামীণ অর্থনীতি

শিল্পপতিদের একাংশের মতে শুধুমাত্র শহুরে বাজারই নয়, গ্রামীণ বাজার চাঙ্গা করার ওপর জোর দিতে হবে।

910
গ্রামীণ অর্থনীতির জন্য

বিশেষজ্ঞদের মতে গ্রামীণ অর্থনীতির জন্য কৃষিকাজের ওপর জোর দিতে হবে। তাতেই ভারতের মত কৃষি নির্ভর দেশের অর্থনীতিতে ইতিবাচক সাড়া পড়তে পারে।

1010
বাজেট পেশ

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ।

click me!

Recommended Stories