আয়করে বড় পরিবর্তন, মধ্যবিত্তদের জন্য সোমবার সংসদে নতুন আয়কর বিল পেশ করবেন নির্মলা

Published : Feb 08, 2025, 02:45 PM IST

বাজেট ২০২৫-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন নতুন আয়কর বিল পেশ করা হবে সংসদে। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

PREV
110
আয়কর আইনে পরিবর্তন

বাজেট ২০২৫-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন নতুন আয়কর বিল পেশ করা হবে সংসদে। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

210
আগামী সপ্তাহে বিল পেশ

দিল্লি সূত্রের খবর আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল সংসদে পেশ করতে পারেন নির্মলা সীতারামন।

310
মন্ত্রিসভার অনুমোদন

আয়কর বিল সংসদে পেশ করার আগেই সেই বিলে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাষ শনিবার মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক বিলে অনুমোদন দেওয়া হয়েছে।

410
আয়করে পরিবর্তন

সূত্রের খবর নতুন বিলটি আইনে পরিবর্তন করে আমজনতাকে আর আয়কর ছাড়ের জন্য কেন্দ্রীয় বাজেটের ওপর ভরসা বা অপেক্ষা করে থাকতে হবে না।

510
৬ দশক পুরনো আয়কর আইন

বর্তমানে দেশে চালু রয়েছে ১৯৬১ সালের আয়কর আইন। এই আইন প্রায় ৬ দশক পুরনো। পুরনো সেই আইনকানুন বদল আর নতুন নিয়ম লাগু করার উদ্দেশ্যেই নতুন আইন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।

610
করদাতাদের উপকার

অর্থমন্ত্রক সূত্রের খবর মাত্র ৬ মাসের ব্যবধানে বিলটি তৈরি করা হয়েছে। এই আইন পাশ হলে সহজ হবে আয়করের নিয়ম। সুবিধে পাবেন করদাতারা।

710
১০ ফেব্রুয়ারি বিল পেশ

অর্থমন্ত্রক সূত্রের খবর আগামী ১০ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করতে পারেন নির্মলা সীতারামন।

810
নতুন বিলে সুবিধে

অর্থমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, নতুন বিল পাশ হলে এড়ানো যাবে প্রচুর মামলা। সুবিধে হবে সাধারণ মানুষের।

910
নির্মলার ঘোষণা

বাজেট পেশের সময়ই নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন নতুন বিল ন্যায়ের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে। আয়করের জটিলতা কাটানোর জন্যই এই বিল আনা হচ্ছে।

1010
বিলের উদ্দেশ্য

অর্থমন্ত্রকের অধীনে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটির কর্তরা। বিভিন্ন দিক পর্যালোচনার জন্য ২২টি উপ-কমিটিও তৈরি করা হয়েছে। আয়কর সরলীকরণ করতেই নতুন আইন আনা হচ্ছে।

click me!

Recommended Stories