বিরাট খবর! অবশেষে মিলল সুখবর, ৩ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

Published : Jan 07, 2025, 12:07 PM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা। ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পাবে, ঝাড়খণ্ড সরকারের কর্মীরা ইতিমধ্যেই এই সুবিধা পাচ্ছেন। পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

PREV
110

খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। ডিএ ঘোষণা করল সরকার। মিলবে ৩ শতাংশ ডিএ।

210

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে ৩ শতাংশ। বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা।

310

তেমনই আবার ফেব্রুয়ারির শেষে ফের ঘোষণা হতে তাদের ডিএ বৃদ্ধির কথা। আবারও ৩ শতাংশ হারে বাড়বে ডিএ বলে শোনা যাচ্ছে।

410

সদ্য প্রকাশ্যে এল রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির খবর। সরকারের পক্ষ থেকে জানানো হল এই বিষয়।

510

৩ শতাংশ বারে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। এই বাড়তি টাকা মিলবে শীঘ্রই। প্রকাশ্যে এল এমনই খবর।

610

তবে ৩ শতাংশ ডিএ বাড়াল ঝাড়খণ্ড সরকার। সেখানের সকল রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে পাবেন বাড়তি বেতন।

710

এদিকে পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে এখনও জলঘোলা অব্যাহত। এ রাজ্যের সরকারি কর্মীদের কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

810

এদিকে ডিএ নিয়ে ইতিমধ্যে চলছে মামালা। যার শুনানি হবে শীঘ্রই। ওই মামলায় কর্মীদের জয় হলে বাড়বে বেতন।

910

একই মাঝে প্রকাশ্যে এল অন্য রাজ্যের খবর। সব রাজ্যের কর্মীদেরই নির্দিষ্ট সময় অন্তর ডিএ বাড়ে।

1010

এবার ৩ শতাংশ হারে ডিএ পেতে চলেছেন ঝাড়খণ্ডের রাজ্য সরকারী কর্মীরা।

click me!

Recommended Stories