আজই বিজ্ঞপ্তি জারি! DA না দিলেও একধাক্কায় বেতন বাড়াল সরকার! অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত ২৮ হাজার টাকা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। এদিকে এরই সঙ্গে দুটি ভাতা বাড়ানোর কথা ঘোষণা হল। এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা।

Parna Sengupta | Published : Jan 7, 2025 9:40 AM / Updated: Jan 07 2025, 03:33 PM IST
110

দুর্দান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য

210

গত অক্টোবরেই তাঁদের ডিএ বাড়ানো হয়েছিল।

310

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন।

410

এবার এল আরেক সুখবর। ডিএ-র পাশাপাশি, দুটি ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

510

এর ফলে এবার মোটা টাকা ঢুকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের পকেটে।

610

দুটি ভাতা বাড়ানোর ফলে এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা।

710

জেনে নিন কেন্দ্রীয় সরকার কোন কোন দুটি ভাতার টাকা বাড়িয়েছে।

810

এই দুই ভাতা হল হোস্টেল সাবসিডি ও সন্তানের শিক্ষা ভাতা।

910

সবকিছু ঠিকঠাক থাকলে হোস্টেল সাবসিডি বাবদ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাসে মাসে সর্বোচ্চ ৮৪৩৭.৫ টাকা করে রিইম্বার্সমেন্ট পেতে পারেন।

1010

শুধু তাই নয়, সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসে মাসে সর্বোচ্চ ২৮১২.৫ টাকা পেতে পারেন সরকারি কর্মীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos