আজই বিজ্ঞপ্তি জারি! DA না দিলেও একধাক্কায় বেতন বাড়াল সরকার! অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত ২৮ হাজার টাকা
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। এদিকে এরই সঙ্গে দুটি ভাতা বাড়ানোর কথা ঘোষণা হল। এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা।
Parna Sengupta | Published : Jan 7, 2025 9:40 AM / Updated: Jan 07 2025, 03:33 PM IST
দুর্দান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য
গত অক্টোবরেই তাঁদের ডিএ বাড়ানো হয়েছিল।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন।
এবার এল আরেক সুখবর। ডিএ-র পাশাপাশি, দুটি ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
এর ফলে এবার মোটা টাকা ঢুকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের পকেটে।
দুটি ভাতা বাড়ানোর ফলে এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা।
জেনে নিন কেন্দ্রীয় সরকার কোন কোন দুটি ভাতার টাকা বাড়িয়েছে।
এই দুই ভাতা হল হোস্টেল সাবসিডি ও সন্তানের শিক্ষা ভাতা।
সবকিছু ঠিকঠাক থাকলে হোস্টেল সাবসিডি বাবদ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাসে মাসে সর্বোচ্চ ৮৪৩৭.৫ টাকা করে রিইম্বার্সমেন্ট পেতে পারেন।
শুধু তাই নয়, সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসে মাসে সর্বোচ্চ ২৮১২.৫ টাকা পেতে পারেন সরকারি কর্মীরা।