Retirement Age: দারুণ খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য, ২ বছর বাড়ছে অবসরের বয়স? সিদ্ধান্ত মোদী সরকারের

Published : May 12, 2025, 04:58 PM IST

Retirement Age: কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। ক্লাস ২ এবং ৩-র কর্মীদের অবসরের বয়স ২ বছর বাড়তে পারে।

PREV
111

ফের দারুণ খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। এবার তাদের অবসরের বয়স (Retirement Age) নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল সরকার।

211

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) অপসরের বয়স বৃদ্ধি নিয়ে চলছে জল্পনা। অন্তত ২ বছর অবসরের বয়স বৃদ্ধির আবেদন করেছে বিভিন্ন মহল।

411

এবার এক ধাক্কায় ২ বছর বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স Retirement Age)। এমনই শোনা যাচ্ছে সর্বত্র। যা শীঘ্রই ঘোষণা করবে মোদী সরকার।

511

একদিকে অষ্টম পে কমিশন গঠনের কথা আগেই ঘোষণা করেছে সরকার। এবার বাড়বে অবসরের বয়স।

611

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ছে ২ বছর। এই নিয়ম প্রযোজ্য কেবল ক্লাস ২ এবং ৩-র কর্মীদের জন্য।

711

ক্লাস ১-র কর্মী, ডিফেন্সের কর্মী, বেসরকারি কর্মী, পাবলিক সেক্টরের কর্মী এবং স্বাস্থ্যসেবা কর্মীদের অবসরের বয়স একই থাকছে।

811

সব মিলিয়ে খুশির খবর সর্বত্র। শীঘ্রই ঘোষণা হতে চলেছে এই সিদ্ধান্ত। এবার থেকে আরও ২ বছর বাড়তে চলেছে কর্ম জীবন।

911

সরকারি খাতে কাজের উন্নতির কথা মাথায় রেখে ক্লাস ২ এবং ৩-র কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েতে চলেছে মোদী সরকার।

1011

এতদিন ক্লাস ২ এবং ৩-র কর্মীদের ৫৮ বছর বয়সে অবসর নিতে হতে। এবার থেকে বদল হচ্ছে সেই নিয়ম।

1111

শীঘ্রই ২ বছর বাড়ছে অবসরের বয়স। শীঘ্রেই এই অবসরের বয়স নিয়ে বিরাট সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে সরকার।

click me!

Recommended Stories