ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্য। শীঘ্রই উপকৃত হবেন ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী (Central government employees) এবং কয়েক লক্ষ পেনশন প্রাপকরা।
কেন্দ্রের এই সিদ্ধান্তের পর অনেক রাজ্যও তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির কথা চিন্তা করছে। সব মিলিয়ে ভালো সকল আসছে সকল সরকারি কর্মীদের।
মার্চ মাসে কেন্দ্রীয় সরকার ২ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে। যা জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে ৫৫ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছে কর্মীরা।
মুদ্রাস্ফীতির কারণে বাড়ে ভাতা। বছরে একাধিকবার মহার্ঘ ভাতা (DA) বাড়ে সরকারি কর্মীদের (Government employees)।
কেন্দ্র ছাড়াও সকল রাজ্য সরকারি কর্মীদের (State Government employees) বাড়ে মহার্ঘ ভাতা। তবে, এই ভাতা বৃদ্ধির নিয়ম সব রাজ্যে ভিন্ন।
এবার শোনা যাচ্ছে, ফের জুলাইয়ে মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government employees)।
মার্চ মাসে কেন্দ্রের মোদী সরকার মহার্ঘ ভাতা এবং ত্রাণ বৃদ্ধি করেছিল ২ শতাংশ। বর্তমানে ৫৫ শতাংশ ভাতা পান তারা।
এই বৃদ্ধি গত ৭৮ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এখন শোনা যাচ্ছে পরবর্তী জুলাই-এ বাড়বে মহার্ঘ ভাতা।
জানুয়ারিতে AICPI সূচক ছিল ১৪৩.২। ফেব্রুয়ারিতে ছিল ১৪২.৮। আবার মার্চে থিল ১৪৩.০। এই সূচকের ওপর নির্ভর করে ভাতা কত হবে।
বিশেষজ্ঞদের অনুমান জুলাই মাসে অন্তত ৩ শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা। আর এই সূচক কম হবে ভাতা বৃদ্ধির পরিমাণ হতে পারে ২ শতাংশ।
Sayanita Chakraborty