DA Hike: দারুণ খবর! ফের জুলাই মাস থেকে বাড়ছে ডিএ, ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা অর্থ দফতরের?

Published : May 12, 2025, 03:50 PM IST

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা। মুদ্রাস্ফীতির কারণে বছরে একাধিকবার ভাতা বৃদ্ধি পায় এবং জুলাই মাসে আবারও বৃদ্ধি পেতে পারে।

PREV
110

ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্য। শীঘ্রই উপকৃত হবেন ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী (Central government employees)  এবং কয়েক লক্ষ পেনশন প্রাপকরা।

210

কেন্দ্রের এই সিদ্ধান্তের পর অনেক রাজ্যও তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির কথা চিন্তা করছে। সব মিলিয়ে ভালো সকল আসছে সকল সরকারি কর্মীদের।

310

মার্চ মাসে কেন্দ্রীয় সরকার ২ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে। যা জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে ৫৫ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছে কর্মীরা।

410

মুদ্রাস্ফীতির কারণে বাড়ে ভাতা। বছরে একাধিকবার মহার্ঘ ভাতা (DA) বাড়ে সরকারি কর্মীদের (Government employees)।

510

কেন্দ্র ছাড়াও সকল রাজ্য সরকারি কর্মীদের (State Government employees) বাড়ে মহার্ঘ ভাতা। তবে, এই ভাতা বৃদ্ধির নিয়ম সব রাজ্যে ভিন্ন।

610

এবার শোনা যাচ্ছে, ফের জুলাইয়ে মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government employees)।

710

মার্চ মাসে কেন্দ্রের মোদী সরকার মহার্ঘ ভাতা এবং ত্রাণ বৃদ্ধি করেছিল ২ শতাংশ। বর্তমানে ৫৫ শতাংশ ভাতা পান তারা।

810

এই বৃদ্ধি গত ৭৮ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এখন শোনা যাচ্ছে পরবর্তী জুলাই-এ বাড়বে মহার্ঘ ভাতা।

910

জানুয়ারিতে AICPI সূচক ছিল ১৪৩.২। ফেব্রুয়ারিতে ছিল ১৪২.৮। আবার মার্চে থিল ১৪৩.০। এই সূচকের ওপর নির্ভর করে ভাতা কত হবে।

1010

বিশেষজ্ঞদের অনুমান জুলাই মাসে অন্তত ৩ শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা। আর এই সূচক কম হবে ভাতা বৃদ্ধির পরিমাণ হতে পারে ২ শতাংশ।

click me!

Recommended Stories