বড় খবর! দেশজুড়ে বন্ধ UPI লেনদেন, অনির্দিষ্ট সময়ের জন্য বিকল থাকবে G Pay, Phone Pay, Paytm

Published : Apr 12, 2025, 01:02 PM ISTUpdated : Apr 12, 2025, 01:05 PM IST

বড় খবর! দেশজুড়ে বন্ধ UPI লেনদেন, অনির্দিষ্ট সময়ের জন্য বিকল থাকবে G Pay, Phone Pay, Paytm।শনিবার দুপুর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বন্ধ UPI পরিসেবা। UPI লেনদেন বন্ধ দেশ জুড়ে।

PREV
17

শনিবার দুপুর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বন্ধ UPI পরিসেবা। UPI লেনদেন বন্ধ দেশ জুড়ে।

27

বন্ধ হয়ে যায়, Paytm, Phonepe, Google pay-এর মতো জনপ্রিয় ডিজিটাল লেনদেন পরিষেবা।

47

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, দুরুর ১২ টার সময় অভিযোগের সংখ্যা প্রায় ২০০ ছাড়িয়ে যায়।

57

এর মধ্যে ৬৬ শতাংশ পেমেন্ট সংক্রান্ত সমস্যার কথা জনিয়েছেন বাকিরা ফান্ড ট্রান্সফার করতে পারেননি।

67

ইউপিআই নেটওয়ার্কের মধ্যেই বড়সড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

77

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয় এই লেনদেন ব্যবস্থা।

click me!

Recommended Stories