এক মিনিট দেরিতে ঢুকলে দিতে হবে ফাইন, কড়া হচ্ছে রাজ্য সরকার, জারি নয়া নির্দেশিকা

Published : Apr 12, 2025, 11:51 AM IST

অফিসে দেরিতে ঢোকা কর্মীদের জন্য কড়া হল রাজ্য সরকার। সকাল ৯টার আগে এবং বিকেল ৫টার পরে অফিস ত্যাগ করতে না পারলে জরিমানা দিতে হবে। সময়ানুবর্তিতা বজায় রাখতে এই নতুন নিয়ম চালু হয়েছে।

PREV
110

অফিস টাইমে রাস্তায় যানজট নতুন কথা নয়। যতই সময় হাতে সময় নিয়ে বের হন না কেন, অফিস (Office) ঢুকতে দেরি হয়ে যায় প্রায় সকলেরই।

210

তবে, অফিসে লেট করে ঢোকা যদি আপনার বদ অভ্যেস হয় তাহলে আর ছাড় পাবেন না।

410

সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জারি হল এই নির্দেশিকা। যাতে ঘুম উড়েছে রাজ্য সরকারি কর্মীদের।

510

সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সরকারি পরিবহন দপ্তরের কর্মীদের এবার থেকে সকাল নটার এক মিনিট আগেই হাজিরা দিতে হবে।

610

ঠিক সময় অফিসে ঢুকতে না পারতে কাটা যাবে মোটা টাকা। জারি হল এমনই নিয়ম।

710

তেমনই ছুটির সময় নিয়ে নির্দেশিকা জারি হয়েছে। এবার থেকে বিকেল পাঁচটার এক মিনিট আগেও অফিস থেকে বের হওয়া যাবে না।

810

সরকার মনে করছে, সরকারি পরিষেবায় শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা বজায় রাখা সব থেকে বেশি জরুরি।

910

সে কারণে বদল হল নিয়ম। আরও কড়া হল সরকার। এবার থেকে সঠিক সময় অফিস ঢুকতে হবে। তেমনই ৫টার আগে বের হওয়া যাবে না।

1010

এই নিয়ম চালু করল পঞ্জাব সরকার। সেখানের সরকারি কর্মীদের জন্য চালু করা হল এই নিয়ম।

click me!

Recommended Stories