অফিস টাইমে রাস্তায় যানজট নতুন কথা নয়। যতই সময় হাতে সময় নিয়ে বের হন না কেন, অফিস (Office) ঢুকতে দেরি হয়ে যায় প্রায় সকলেরই।
তবে, অফিসে লেট করে ঢোকা যদি আপনার বদ অভ্যেস হয় তাহলে আর ছাড় পাবেন না।
এবার কড়া হচ্ছে রাজ্য সরকার (State Government)। মাত্র এক মিনিট দেরি হলেই দিতে হবে মোটা অঙ্কের টাকা।
সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জারি হল এই নির্দেশিকা। যাতে ঘুম উড়েছে রাজ্য সরকারি কর্মীদের।
সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সরকারি পরিবহন দপ্তরের কর্মীদের এবার থেকে সকাল নটার এক মিনিট আগেই হাজিরা দিতে হবে।
ঠিক সময় অফিসে ঢুকতে না পারতে কাটা যাবে মোটা টাকা। জারি হল এমনই নিয়ম।
তেমনই ছুটির সময় নিয়ে নির্দেশিকা জারি হয়েছে। এবার থেকে বিকেল পাঁচটার এক মিনিট আগেও অফিস থেকে বের হওয়া যাবে না।
সরকার মনে করছে, সরকারি পরিষেবায় শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা বজায় রাখা সব থেকে বেশি জরুরি।
সে কারণে বদল হল নিয়ম। আরও কড়া হল সরকার। এবার থেকে সঠিক সময় অফিস ঢুকতে হবে। তেমনই ৫টার আগে বের হওয়া যাবে না।
এই নিয়ম চালু করল পঞ্জাব সরকার। সেখানের সরকারি কর্মীদের জন্য চালু করা হল এই নিয়ম।
Sayanita Chakraborty