জম্মু-কাশ্মীরে ফের বড় সাফল্য পেল সেনাবাহিনী, গুলির লড়াইতে খতম ৩ জঙ্গি

ফের জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। বড় ভূমিকা নিল দেশের সেনাবাহিনী (Armed Forces)। উপত্যকার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার গুলিতে খতম করা হল ৩ জঙ্গিকে (Terrorist)।

ফের জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। বড় ভূমিকা নিল দেশের সেনাবাহিনী (Armed Forces)। উপত্যকার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার গুলিতে খতম করা হল ৩ জঙ্গিকে (Terrorist)।

সেনার তরফ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় সন্ত্রাসবাদীদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এদিন এক্স হ্যান্ডেলে সেনার তরফ থেকে একটি পোস্টে জানানো হয়েছে যে, “কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখায় একটি অভিযান চালানো হয়। সেই অভিযানে ৩ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সেইসঙ্গে, বেশকিছু অস্ত্রও উদ্ধার হয়েছে নিহত জঙ্গিদের থেকে।”

Latest Videos

জানা যাচ্ছে, এখনও ঐ এলাকায় তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা এবং পুলিশ। প্রসঙ্গত, কাশ্মীরে (Kashmir) সম্প্রতি পরপর বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কাঠুয়াতে সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ঐ হামলায় শহিদ হয়েছেন ৫ জওয়ান।

আহত হয়েছেন আরও অনেকে। একদিকে যখন অমরনাথ যাত্রা চলছে, ঠিক সেইসময়ই এইভাবে বারবার জঙ্গি হামলার ঘটনায় স্বভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। যদিও অনেকের দবি, লাগাতার অভিযানে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে উপত্যকার জঙ্গিদের। তাই তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। নিজেদের অস্তিত্ব জানান দিতেই এইসব শুরু করেছে তারা। আর এই পরিস্থিতিতে ইতিমধ্যেই শক্তিবৃদ্ধি করা হয়েছে উপত্যকার উপ-রাজ্যপালের।

আর এবার আবারও সেনা অভিযানে খতম হল ৩ জঙ্গি। বলা যেতে পারে, বড় সাফল্য পেল সেনাবাহিনী। কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখায় একটি অভিযান চালায় তারা। সেই অভিযান থেকেই ৩ জন জঙ্গিকে খতম করে সেনাবাহিনী। সেইসঙ্গে, বেশকিছু অস্ত্রও উদ্ধার করেছেন তারা।

সবমিলিয়ে, জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা ঠেকাতে বদ্ধপরিকর নিরাপত্তাবাহিনী। এই ঘটনা সেই যুক্তিকেই যেন আরও একবার প্রমাণ করল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury