সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! পকেটে আসবে বাড়তি ৮,৬৪০ টাকা, ফের ডিএ বাড়াল সরকার

সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং মহার্ঘ ত্রাণ সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিয়ম অনুসারে, বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এবার নয়া আপডেট এল।

Parna Sengupta | Published : Jul 25, 2024 12:11 PM
19

জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। জুলাইতে ফের বাড়বে ভাতা। ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর-অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে। তবে তা জুলাই থেকে কার্যকর করা হয়।

29

তবে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি। গত ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

39

তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি। যদিও নতুন বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেড়েছে একাধিক ভাতা, ডিএ।

49

ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একলাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ ৪ শতাংশ করে বৃদ্ধি করে আসছে।

59

এবারও অন্তত ৪ শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে। পাশাপাশি ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য।

69

যদি ৪% ডিএ বৃদ্ধি পায় তাহলে ৭ম বেতন কমিশনের ভিত্তিতে যেসকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তারা প্রতি মাসে ৭২০ টাকা, বছরে ৮,৬৪০ টাকা করে পাবেন।

79

এবার যাদের মূল বেতন ২০ হাজার টাকা , তারা প্রতি মাসে ৪০০ টাকা করে এবং প্রতি বছর ৯ হাজার ৬০০ টাকা বেশি পাবেন। যাদের মূল বেতন ৩০ হাজার টাকা, তারা প্রতি মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা অতিরিক্ত পাবেন।

89

যারা ৫০ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা মাসে ২ হাজার টাকা, বছরে ২৪ হাজার টাকা বেশি পাবেন। যে সকল কর্মচারীর মূল বেতন ৬০ হাজার টাকা তারা প্রতি মাসে ২,৪০০ এবং প্রতি বছর ২৮,৮০০ টাকা বেশি পাবেন।

99

যাদের মূল বেতন ৮০ হাজার, তারা প্রতি মাসে ৩,২০০ এবং বার্ষিক ৩৮,৪০০ টাকা পাবেন। যাদের মূল বেতন ১ লক্ষ টাকা তারা প্রতি মাসে ৪০০০ টাকা এবং প্রতি বছর ৪৮,০০০ টাকার বাড়তি সুবিধা পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos