
Bihar Exit Polls 2025: বুথ ফেরত সমীক্ষা যদি একেবারে ভুল প্রমাণিত না হয়, তাহলে ফের বিহারে সরকার গড়তে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। সব বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-কে (National Democratic Alliance) এগিয়ে রাখা হয়েছে। অনেক পিছিয়ে মহাগঠবন্ধন (Mahagathbandhan)। ভোটকৌশলী হলেও, বিহারের ভোটে কোনও প্রভাবই ফেলতে পারলেন না প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সাতটি বুথ ফের সমীক্ষাতেই এনডিএ-কে ১৫০-এর কাছাকাছি আসন দেওয়া হয়েছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছে, ১০০ আসনের গণ্ডি পেরোতে পারবে না মহাগঠবন্ধন। এই বুথ ফেরত সমীক্ষাগুলির ইঙ্গিত দেখে উৎসাহিত হয়ে উঠেছে এনডিএ শিবির। তবে এখনই হাল ছাড়তে নারাজ মহাগঠবন্ধন। তাদের দাবি, প্রকৃত ফল অন্যরকম হবে।
ম্যাট্রিজের (Matrize) সমীক্ষা অনুযায়ী, ১৪৭ থেকে ১৬৭টি আসন পেতে পারে এনডিএ। পি-মার্কের (P-Marq) বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ ১৪২ থেকে ১৪২টি আসন পেতে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের (Chanakya Strategies) সমীক্ষা অনুযায়ী, ১৩০ থেকে ১৩৮টি আসন পেতে পারে এনডিএ। পিপলস ইনসাইটের (People's Insight) বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ ১৩৩ থেকে ১৪৮টি আসন পেতে পারে। পিপলস পালসের (Peoples Pulse) বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ১৩৩ থেকে ১৫৯টি আসন পেতে পারে। জেভিসি-র (JVC) সমীক্ষা অনুযায়ী, এনডিএ ১৩৩ থেকে ১৫০টি আসন পেতে পারে। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ ১৪৫ থেকে ১৬০টি আসন পেতে পারে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার গড়ার জন্য অন্তত ১২২টি আসন দরকার। সব বুথ ফেরত সমীক্ষাই বলছে, তার চেয়ে বেশিই আসন পেতে পারে এনডিএ।
ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধন ৭০ থেকে ৯০ আসন পেতে পারে। জেএসপি ০ থেকে ২ আসন পেতে পারে। অন্যান্যরা ২ থেকে ৮ আসন পেতে পারে। পি-মার্কের সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধন ৮০ থেকে ৯৮ আসন পেতে পারে। জেএসপি ১ থেকে ৪ আসন পেতে পারে। অন্যান্যরা ০ থেকে ৩ আসন পেতে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধন ১০০ থেকে ১০৮টি আসন পেতে পারে। জেএসপি একটিও আসন পাবে না। অন্যান্যরা ৩ থেকে ৫টি আসন পেতে পারে। পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধন ৮৭ থেকে ১০২টি আসন পেতে পারে। জেএসপি ০ থেকে ২ আসন পেতে পারে। অন্যান্যরা ৩ থেকে ৬টি আসন পেতে পারেন। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধন ৭৫ থেকে ১০০ আসন পেতে পারে। জেএসপি ০ থেকে ৫ আসন পেতে পারে। অন্যান্যরা ২ থেকে ৮ আসন পেতে পারে। জেভিসি-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধন ৮৮ থেকে ১০৩ আসন পেতে পারে। জেএসপি ০ থেকে ১ আসন পেতে পারে। অন্যান্যরা ৩ থেকে ৬ আসন পেতে পারে। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধন ৭৩ থেকে ৯১ আসন পেতে পারে। জেএসপি ০ থেকে ৩ আসন পেতে পারে। অন্যান্যরা ৫ থেকে ৭ আসন পেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।