ক্ষমতায় এলেই সরকারি চাকরি! বিহার বিধানসভা ভোটের প্রচারে বড় ঘোষণা তেজস্বী যাদবের

Published : Oct 09, 2025, 04:51 PM IST
RJD leader Tejaswi Yadav (Photo/ANI)

সংক্ষিপ্ত

Bihar Election: ভোটের মুখেই চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।। তিনি বলেছেন, তাদের জোট যদি বিহারের ক্ষমতায় আসে তাহলে সেই রাজ্যের প্রতিটি পরিবারের পক্ষ থেকে একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। 

জিততে মরিয়া লালু পুত্র তেজস্বী যাদব। আর সেই কারণেই ভোটের মুখেই চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তবে দলের পক্ষ থেকে নয়, তিনি মহাজোটের পক্ষ থেকেই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তাদের জোট যদি বিহারের ক্ষমতায় আসে তাহলে সেই রাজ্যের প্রতিটি পরিবারের পক্ষ থেকে একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এখানেই ইতি টানেননি তেজস্বী যাদব। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার গঠনের মাত্র ২০ দিনের মধ্যেই এই সংক্রান্ত আইন পাশ করানো হবে।

তেজস্বী যাদবের ঘোষণা

বৃহস্পতিবার পাটনায় একটি সাংবাদিক সম্মেলনে আরজেডি প্রধান তেজস্বী যাদব বলেন, 'আমাদের সরকার ক্ষমতায় আসার পরে যে পরিবারগুলিতে কেউ সরকারি চাকরি করেন না সেই পরিবারগুলির একজনের সরকারি চাকরি সুনিশ্চিত করবে। তারজন্য আমরা ২০ দিনের মধ্যেই নতুন আইন তৈরি করব। ২০ দিনের মধ্যে বিহারে এমন কোনও বাড়ি থাকবে না যেখানকার কোনও সদস্য সরকারি চাকরি করেন না।'

 

বিশেষ আইন

সাংবাদিকদের সামনে এই ঘোষণার পরই তেজস্বী বলেন, নতুন বিশেষ কর্মসংস্থান আইনে মাত্র ২০ মাসের মধ্যেই বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। জেডিইউ নেতা নীতিশকুমারের সঙ্গে জোট বেঁধে সরকার চালানোর সময় তাঁর দল ১৭ মাসে ৫ লক্ষ চাকরি দিয়েছিল বলেও জানান আরডেজি নেতা।

তেজস্বীর দাবি

তবে অনেকেই বলেন ভোটের আগে অনেক দলই অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু এর পাল্টা তেজস্বী যাদব বলেন, তাঁরা বিজ্ঞানসম্মতভাবে সমীক্ষা করেছি। সমীক্ষার ভিত্তিতেই প্রতিটি পরিবারের তথ্য তাদের কাছে রয়েছে। প্রতিশ্রুতি যখন তিনি দিয়েছেন, তা পালন করা হবে বলেও জানিয়েছেন। তিনি বলেন, 'প্রতিশ্রুতি যখন দিয়েছি, তখন আমি কথা দিচ্ছি যে, আমি যতটা করতে পারব, ততটাই শুধু বলব।' তবে তিনি জেডিইউ ও বিজেপি সরকারকেও খোঁচা দিয়েছেন। বলেছেন, 'এটা জুলুমবাজি নয়। আমরা কাউকে ঠকাব না। তেজস্বীর প্রামণ দেখানোর প্রয়োজন নেই।'

তেজস্বী বিহারের বর্তমান বিজেপি ও আরজেডিইউ সরকারকে নিশানা করেন। তিনি বলেন, গত ২০ বছরে বিহারে বেকার সমস্যার সমাধান হয়নি। এরজন্য নীতিশ কুমারের নীতি দায়ি বলেও তিনি জানান। যদিও বিহারের বেকার সমস্যা নিয়ে উদ্বিগ্ন নীতিশ কুমার। তিনি বিহারের তরুণ তরুণীদের জন্য ভাতা ঘোষণা করেছেন। এত দিন বিহারে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা তরুণ-তরুণীরা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। নীতীশের ঘোষণার পর ২০-২৫ বছর বয়সি স্নাতক পাশ তরুণ-তরুণীরাও দু’বছরের জন্য প্রতি মাসে ওই টাকা পাবেন।

বিহারে ভোটঃ

সোমবার বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুই দফায় নির্বাচন হবে। বিহারের ২৪৩ বিধানসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ হবে ৬ ও ১১ নভেম্বর। প্রথম দফায় ১২১টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দিনে ১২২টি আসনে ভোট নেওয়া হবে। ফল প্রকাশ ১৪ নভেম্বর।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে