বিহারের পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুতে হামলা করার ‘মিথ্যা’ ভিডিয়ো প্রচারের অভিযোগ, বিজেপির সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে মামলা দায়ের

Published : Mar 05, 2023, 02:14 PM IST
bihar bjp

সংক্ষিপ্ত

রাজ্য জুড়ে বিহারের শ্রমিকদের মারধর করা হচ্ছে বলে মিথ্যা ভিডিয়ো ছড়াচ্ছে বিজেপি, এই মর্মে অভিযোগ দায়ের করল তামিলনাড়ু পুলিশ। 

‘রাজ্যের স্থানীয় মানুষ খুবই ভালো এবং বন্ধুত্বপূর্ণ’, পরিযায়ী শ্রমিকদের উপর মারাত্মক হামলা হওয়ার গুজবের বিরুদ্ধে এবার আশ্বাস দিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। পরিযায়ী শ্রমিকদের একেবারেই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

তামিলনাড়ুর রাজভবনের তরফে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, “তামিলনাড়ুতে বসবাসকারী উত্তর ভারতীয় শ্রমিকদের আতঙ্কিত না হওয়ার এবং নিজেদের নিরাপত্তাহীন বোধ না করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল । কারণ, তামিলনাড়ুর মানুষ খুবই ভালো এবং বন্ধুত্বপূর্ণ। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।"

 

 

শনিবার, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আশ্বস্ত করে জানিয়েছিলেন যে, রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকরা নিরাপদ। পুলিশ গুজব ছড়ানোর জন্য একটি হিন্দি দৈনিক সংবাদপত্রের দু’জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

 

পদচ্যুত এআইএডিএমকে নেতা ও পন্নিরসেলভম বলেছেন যে, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য এবং একই সাথে তামিলনাড়ুর যুবকরাও যাতে এই রাজ্যের সংস্থাগুলিতে চাকরি পায়, সেদিকটিতেও নজর দিন।

শনিবার, তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের নির্মমভাবে মারধর করা এবং দু’জন প্রাণ হারানোর খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন কোয়েম্বাটুরের জেলা কালেক্টর। তিনি বলেছেন যে, এই সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। তামিলনাড়ুতে হওয়া হিংসার ঘটনায় বিহারের ২ জন শ্রমিক প্রাণ হারিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে, এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

দেখা গেছে, বিহারের বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিছু অপ্রমাণিত প্রতিবেদন ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে যে, বিহারের হিন্দিভাষী শ্রমিকরা তামিলনাড়ুতে ঘৃণামূলক অপরাধের শিকার হয়েছেন। যদিও রাজ্য পুলিশের দাবি, শ্রমিকদের উপর হামলার ভিডিওগুলি সবই মিথ্যা এবং বিভ্রান্তিকর। এই সমস্যাটি এখন একটি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। ভুয়ো খবর ছড়ানোর দায়ে তামিলনাড়ুর সাইবার শাখায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে যেগুলির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এইক্ষেত্রে অভিযোগের তীর সরাসরি গেছে বিজেপির দিকেই। বিহারের বিজেপির তরফ থেকে একটি টুইটার অ্যাকাউন্টে এই ধরনের ভিডিয়ো পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল বলে জানা গেছে। অন্যদিকে, তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে. আন্নামালাইয়ের বিরুদ্ধেও এই ধরনের ভিডিয়ো ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে।

গুজবের ভিডিয়োগুলি দেখে স্বাভাবিকভাবেই উত্তর ভারতের রাজ্য বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ঘটনাটি বিহার বিধানসভায়ও উত্থাপিত পেয়েছে। নীতীশ কুমার তামিলনাড়ুতে বসবাসকারী বিহারের কর্মীদের সাথে কথা বলার জন্য কর্মকর্তাদের একটি দলও পাঠানোর আবেদন জানিয়েছিলেন।

আরও পড়ুন-

ভালোবাসায় মিষ্টি খুনসুটি নাকি, একেবারে বিচ্ছেদের ঝগড়া? দেখে নিন কোন রাশির মানুষরা প্রেমের সম্পর্কে খুব বেশি যত্নশীল
নির্বাচন-পরবর্তী হিংসার জেরে রক্তাক্ত ত্রিপুরা, রাজ্য জুড়ে গুজবের জেরে আরও বেশি ছড়াচ্ছে অশান্তি
Earthquake News: সাতসকালে কেঁপে উঠল ভারতের মাটি, জম্মু-কাশ্মীরে আতঙ্কে সাধারণ মানুষ

PREV
click me!

Recommended Stories

এবার মেটা আনছে নতুন ফিচারস, ফেসবুকের মত হোয়াটসঅ্যাপেও হবে কভার ফটো
SIR শুনানির আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম বাদ, যোগী রাজ্যে হুহু করে কমছে মহিলা ভোটার