From The India Gate: 'সি এম' কে? কেরালায় তুঙ্গে বিতর্ক, কোথায় উধাও টাকা-সোনা?

রাজ্য ও দেশের রাজনীতিতে গত কয়েকদিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। দক্ষিণ ভারতের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে চলছে, যাতে সরকার বিপাকে পড়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক সেই ঘটনাগুলি।

'সি এম কে?'

'সি এম', ছোট্ট একটি শব্দবন্ধ। কিন্তু সেটা নিয়েই এখন কেরালার রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। 'সি এম' বলতে কাকে বোঝানো হচ্ছে, সেটা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কেউ বলছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কথা বলা হচ্ছে, আবার কারও দাবি, মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী সি এম রবীন্দ্রনের কথা বলা হচ্ছে। 'লাইফ মিশন' দুর্নীতি মামলায় কেরালার মুখ্যমন্ত্রীর দফতরের একাধিক কর্মীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিবশঙ্কর। তাঁর সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসের কর্মী স্বপ্না সুরেশের কথোপকথনের নথি হাতে পেয়েছে ইডি। স্বপ্না বলেছেন, তিনি 'সি এম'-এর সঙ্গে দেখা করেছেন। শিবশঙ্কর আবার বলেছেন, তিনি যা করছেন সে ব্যাপারে সবই জানেন 'সি এম'। এই 'সি এম' কে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সি এম রবীন্দ্রনকেও তলব করেছে ইডি। 'সি এম' কে বিজয়ন না রবীন্দ্রন? এটা নিয়েই এখন কেরালার রাজনীতিতে চর্চা হচ্ছে।

Latest Videos

হাউ ইজ দ্যাট

বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার মাথায় রাজনীতিবিদরা বসে। বিসিসিআই-এর বিভিন্ন পদেও বসে আছেন রাজনীতিবিদরা। ভারতে ক্রিকেট ও রাজনীতি হাত ধরাধরি করেই চলে। কিন্তু 'নাম্মা' চিক্কামাগালুরে নির্বাচনের ঠিক আগে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। স্থানীয় যে রাজনৈতিক নেতারা নির্বাচনে প্রার্থী হতে পারেন, তাঁদের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন স্থানীয় তরুণরা। এর সঙ্গে ছোট্ট একটি আবেদনও থাকছে। কতগুলি ব্যাট, বল, হেলমেট, গ্লাভস, প্যাড লাগবে, সেই তালিকাও তুলে দেওয়া হচ্ছে রাজনৈতিক নেতাদের হাতে। নির্বাচনের মুখে তরুণদের চটাতে চাইছেন না কেউই। ফলে ক্রিকেট টুুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে এক দলের নেতা দেখছেন, মঞ্চে বসে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ। দর্শকরা অবশ্য সব নেতার নামেই জয়ধ্বনি দিচ্ছেন।

কোথায় উধাও টাকা-সোনা?

এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় টাকা ও সোনা লুঠ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। অনেকবারই ডাকাতি হয়েছে। কিন্তু কর্ণাটকে যেভাবে বিপুল পরিমাণে টাকা ও সোনা উধাও হয়ে গেল, সেটা নিয়ে রহস্য দানা বেঁধেছে। কর্ণাটকের বেশিরভাগ রাজনৈতিক নেতাই টাকা ও সোনার জন্য বেঙ্গালুরুর এক নেতার উপর নির্ভর করেন। সেই নেতা টাকা ও সোনা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য অন্য একজনকে দায়িত্ব দিয়েছিলেন। মাঝপথে উধাও হয়ে গিয়েছে সেই টাকা ও সোনা। শুরু হয়ে যায় খোঁজ। প্রথমে পুলিশে খবর দেওয়া হয়নি। নিজের লোকজনকে দিয়েই তল্লাশি শুরু করেন ওই নেতা। কিন্তু শেষপর্যন্ত পুলিশে খবর দিতেই হয়। খোঁজও পাওয়া যায়। তবে টাকার সিংহভাগই পাওয়া যাচ্ছে না। ফলে রহস্য এখনও মিটল না।

কুকার-রাজনীতি

নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে নানারকম উপহার দেওয়া নতুন নয়। তামিলনাড়ুর রাধাকৃষ্ণন নগরে নির্বাচনের আগে ভোটারদের কুকার বিলি করা হয়। কিন্তু অনেক বাড়িতেই ফেটে গিয়েছে কুকার। ফলে ভয় গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা কুকার নিতে রাজি হচ্ছেন না। এই পরিস্থিতিতে এক নেতা আইএসআই চিহ্ন দেওয়া কুকার বিলি করছেন। তাঁর দাবি, এই কুকার নিরাপদে অন্তত ৫ বছর ব্যবহার করা যাবে।

'ছোটে নেতাজি'

উত্তরপ্রদেশের রাজনীতিতে নেতাজি হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত মুলায়ম সিং যাদব। তাঁর ছেলে অখিলেশ যাদব এখন 'ছোটে নেতাজি' হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কিন্তু বাবার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন অখিলেশ। তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা আক্রমণ করছেন না। ফলে কিছুটা হতাশ সমর্থকরা।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কী করবেন?

'পরিবর্তিত আবহাওয়ার জন্য তৈরি থাকুন'। কয়েকদিন আগেই এই ট্যুইট করেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এরপরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। একের পর এক ট্যুইট করে চলেছেন তিনি। কিন্তু কী করবেন উপমুখ্যমন্ত্রী? চলছে জল্পনা।

আরও পড়ুন-

From The India Gate: স্বপ্নে বিভোর কংগ্রেসের দরজায় কোন্দলের কড়া, হনুমানের চিঠিতে হুলুস্থুলু

From The India Gate: বিজেপি-বোস সমস্যায় ত্রাতা হতে চলেছেন দিল্লির নেতা, রামচরিতমানসে স্বপ্নভঙ্গ অখিলেশদের

চাণক্য অমিত শাহের চুটকিতে ম্যাজিক-পিনারাই বিজয়নের স্ট্র্যাটেজির জাদু- এক নজরে From The India Gate

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today