বিহার বিধানসভা নির্বাচন: ইভিএম-এ বড় রদবদলের কথা ঘোষণা, জানুন বিস্তারিত

Published : Sep 18, 2025, 08:53 PM ISTUpdated : Sep 18, 2025, 09:08 PM IST
EVM

সংক্ষিপ্ত

Electronic Voting Machines: বিহারে এবারের বিধানসভা নির্বাচনের (2025 Bihar Legislative Assembly election) আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে ইভিএম-এ রদবদলের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)।

DID YOU KNOW ?
বিহার বিধানসভা নির্বাচন
এবার বিহারে বিধানসভা নির্বাচনের আগে নানা বিতর্ক তৈরি হয়েছে। তবে আশা করা যায় ইভিএম নিয়ে বিতর্ক তৈরি হবে না।

Election Commission of India: ইভিএম-এ (Electronic Voting Machines) এবার থাকবে প্রার্থীদের রঙিন ছবি। বড় হরফে প্রার্থীদের নাম লেখা থাকবে। বিহারে বিধানসভা নির্বাচন (2025 Bihar Legislative Assembly election) থেকেই ইভএম-এ এই বদল আসতে চলেছে। এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এতদিন ইভিএম-এ প্রার্থীদের সাদা-কালো ছবি থাকত। সব দলের প্রতীক ও প্রার্থীদের নামও থাকত সাদা-কালো কাগজে। অনেক ভোটারই বলতেন, প্রার্থীদের ছবি ও নাম দেখে চিনতে সমস্যা হয়। সবসময় প্রতীক দেখেও চেনা সহজ হত না। এই কারণেই এবার ইভিএম-এ বদল আনার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। বিহারে বিধানসভা নির্বাচনের পর সারা দেশেই নির্বাচনে ইভিএম-এ বদল আনা হবে। ইভিএম-এ যাতে প্রার্থীদের ছবি, প্রতীক ও নাম দেখে সবাই সহজে চিনতে পারেন, সেই ব্যবস্থা করল নির্বাচন কমিশন।

ইভিএম-এ বড় বদল

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৬১ সালের নির্বাচনী বিধির ৪৯ বি ধারা অনুসারে ইভিএম-এ বড় বদল আসতে চলেছে। প্রার্থীদের রঙিন ছবি ছাপানো হবে। নির্দিষ্ট জায়গার তিন-চতুর্থাংশে প্রার্থীদের মুখের ছবি থাকবে। প্রার্থীদের তালিকার সংখ্যা আরও স্পষ্ট করে ছাপানো হবে। ইভিএম-এ নোটা (NOTA) থাকবে আন্তর্জাতিক সংখ্যার হিসেবে। বড় হরফে লেখা থাকবে নোটা। সব প্রার্থীর নামই এক হরফে লেখা থাকবে।

ইভিএম-এ নতুন কাগজ

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এবার ৭০ জিএসএম কাগজে ব্যালট পেপার ছাপানো হবে। বিহার বিধানসভা নির্বাচনে গোলাপি রঙের কাগজ থাকবে। বিহারে এই নতুন ধরনের ইভিএম ভোটারদের পক্ষে সুবিধাজনক হলে ভবিষ্যতে অন্য রাজ্যগুলিতেও নির্বাচনে এই পদ্ধতি অবলম্বন করা হবে। এক দশক আগে ইভিএম-এ প্রার্থীদের ছবির ব্যবস্থা করা হয়। কারণ, একই লোকসভা বা বিধানসভা কেন্দ্রে একাধিক দলের একই নামের প্রার্থী থাকতে পারেন। ফলে ভোটারদের পক্ষে সংশয়ে পড়ে যাওয়া স্বাভাবিক। এই কারণেই ইভিএম-এ প্রার্থীদের ছবির ব্যবস্থা করা হয়। এবার ভোটারদের সুবিধা করে দেওয়ার জন্য প্রার্থীদের রঙিন ছবির ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৫
এবার বিহারে বিধানসভা নির্বাচনে ইভিএম-এ বদল করা হচ্ছে
ইভিএম-এ প্রার্থীদের নাম, দলের প্রতীক, ছবি থাকে। এবার সে বিষয়ে কিছু বদল আনা হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

'ইন্ডিগো হায়-হায়'! বিমানের মধ্যেই উঠল স্লোগান, কী হয়েছিল জানতে দেখুন ভাইরাল ভিডিও
এবার মুম্বইয়ে BJP মেয়র? BMC নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত