প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য মদ খেয়ে স্কুলে পৌঁছলেন হেডমাস্টার! কোথায় ঘটল এমন ঘটনা?

সংক্ষিপ্ত

বেতন না পাওয়ার পাশাপাশি, স্কুলে মধ্যাহ্নভোজনের জন্যও টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সেই শিক্ষক।

প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য মদ খেয়ে স্কুলে পৌঁছলেন হেডমাস্টার। ঘটনাটি ঘটেছে বিহারের একটি স্কুলে। 

তবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মাতাল অবস্থায় আসায় সেই প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আসলে বিহারে তো সম্পূর্ণভাবেই মদ নিষিদ্ধ। আর সেই বিহারেই এবার এই ঘটনা ঘটেছে। রবিবার, সেই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় অসুবিধা হওয়াতেই স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট বিধায়ক এবং পুলিশকে জানায়। 

Latest Videos

মুজাফফরপুর জেলার মিনাপুরি সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঐ স্কুলের হেডমাস্টার মাতাল অবস্থায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এলে স্থানীয়রা আরজেডি নেতা তথা এমএলএ রাজীব কুমার এবং পুলিশকে সেই খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে থানায় নিয়ে গিয়ে ব্রেথ অ্যানালাইজার দ্বারা পরীক্ষা করে। পরে মেডিকেল পরীক্ষাও করানো হয়  তাঁর। পুলিশ জানিয়েছে, ব্যবস্থা নেওয়া হবে সেই শিক্ষকের বিরুদ্ধে।

তবে গ্রেফটারের আগে সেই শিক্ষক বলেন, আসলে অসহায় হয়েই তিনি মদ্যপান করেছেন। জানা গেছে, পাঁচ মাস ধরে বেতন পাননি সেই শিক্ষক। মধ্যাহ্নভোজনের টাকাও পাওয়া যাচ্ছে না স্কুলে। এই স্কুল চালানোর কষ্ট তিনিই একমাত্র জানেন। এখন তিনি কার্যত, লোনে ডুবে আছেন। পরিবার এবং স্কুল চালানোর কষ্ট বোঝা উচিত বলেও তিনি জানান।

মদ্যপানের টাকা কে দিয়েছে, এই প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন যে, তাঁর কাছে টাকা কোথায়? এদিকে এই ঘটনার পরেই প্রশ্ন তুলেছেন সেই এলাকার বিধায়ক রাজীব কুমার। সর্বত্র মদ পাওয়া যায় বলেও তিনি অভিযোগ তুলেছেন এবং ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। মাসের পর মাস শিক্ষকদের বেতন না দেওয়ার অভিযোগে বিহারে বর্তমানে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Rajeev Chandrashekar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও
Canning News: পাওনাদারদের গালিগালাজ, হাতে নেই চাকরি! মানসিক চাপে চরম পদক্ষেপ শিক্ষিকার