বিহার আছে বিহারেই। ২০২৪ সালের শেষদিকে এসেও এই রাজ্যের বিশেষ উন্নতি হয়নি। এখনও বিহারে অজ্ঞতা, অশিক্ষা, অসচেতনতা পুরোমাত্রায় বিদ্যমান।
ঠিক যেন চলচ্চিত্র! 'থ্রি ইডিয়টস' ছবিতে ফোনে চিকিৎসক করিনা কাপুরের কাছ থেকে পরপর নির্দেশ শুনে অস্ত্রোপচার করেছিলেন ইঞ্জিনিয়ার আমির খান। সেই চলচ্চিত্রের অনুপ্রেরণাতেই বিহারের সারান জেলায় ইউটিউব দেখে অস্ত্রোপচার করতে গিয়েছিলেন এক ভুয়ো চিকিৎসক। চলচ্চিত্রে সফল অস্ত্রোপচার দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে এই অস্ত্রোপচার সফল হল না। অস্ত্রোপচারের পরেই মৃত্যু হল ১৫ বছরের এক কিশোরের। এই ঘটনার পর থেকেই ভুয়ো চিকিৎসক পলাতক। মৃত কিশোরের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, যে ভুয়ো চিকিৎসক অস্ত্রোপচার করছিলেন, তিনি চিকিৎসার বিষয়ে কিছুই জানেন না। বারবার মোবাইল ফোনে ইউটিউব ভিডিও দেখে অস্ত্রোপচারের পদ্ধতি দেখছিলেন এই ভুয়ো চিকিৎসক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিশোরকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ভুয়ো চিকিৎসকের!
মৃত কিশোরের পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে হঠাৎ সে বমি করতে থাকে। তার পেটে প্রচণ্ড যন্ত্রণাও হচ্ছিল। পরিবারের সদস্যরা এই কিশোরকে 'চিকিৎসক' অজিত কুমার পুরীর কাছে নিয়ে যান। পরিবারকে কিছু না জানিয়েই অস্ত্রোপচার শুরু করে দেন এই ভুয়ো চিকিৎসক। অস্ত্রোপচার চলাকালীন কিশোরের অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা ভুয়ো চিকিৎসককে চেপে ধরেন। তখন তিনি এই কিশোরকে পাটনার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পথেই এই কিশোরের মৃত্যু হয়। তখন সেখান থেকে পালান ভুয়ো চিকিৎসক।
ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
মৃত কিশোরের পরিবারের সদস্যরা ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, গাফিলতি ও ভুল চিকিৎসার ফলেই এই কিশোরের মৃত্যু হয়েছে। চিকিৎসার বিষয়ে কিছুই জানেন না অজিত। তাঁর কোনও অভিজ্ঞতাও নেই। এর ফলেই কিশোরের মৃত্যু হয়েছে। ভুয়ো চিকিৎসক ও তাঁর ক্লিনিকের কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভুয়ো ডাক্তারের শংসাপত্রে ছেয়ে গেছে মধ্যপ্রদেশ, হাই কোর্টের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
'মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হবে ভুয়ো ডাক্তার', ডাক্তারিতে ডিপ্লোমা কোর্সের সামালোচনা বিজেপির
করোনা আবহে ভুয়ো ডাক্তারের পর্দাফাঁস. চেম্বার থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ