অরুণাচলে চিনা সেনার লাল চোখ! ভারতীয় ভূখণ্ডের ৬০ কিলোমিটার ভিতরে ক্যাম্প তৈরির অভিযোগ স্থানীয়দের

অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভিতরে চিনা সেনার অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, অঞ্জো জেলায় চিনা সেনা ক্যাম্প স্থাপন করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

আবারও চোখ রাঙাচ্ছে চিনা সেনা! এবার তেমনই অভিযোগ অরুণাচল প্রদেশে। ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে রিপাবলিক অফ চায়না আর্মি । এমনটাই দাবি করেছেন অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দারা। অরুণাচলের অঞ্জো জেলায় দেখা গিয়েছে চিনা সেনার ক্যাম্প। তারপরই থেকে চিনা অধিগ্রহণ নিয়ে জল্পনা তুঙ্গে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, সপ্তাহখানেক আগে থেকেই অরুণাচলের অঞ্জো এলাকায় চিনা সেনার গতিবিধি দেখা গিয়েছে। সেখানে তারা ডেরা বেঁধে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রাপাসের কাছে। যদিও এখনও পর্যন্ত অরুণাচলপ্রদেশের সরকার এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও এই বিষয় নিয়ে কোনও কিছু জানায়নি।

Latest Videos

এর আগেও একাধিকবার চিনা সেনার বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগ উঠেছিল। অরুণাচলে কয়েক বছর আগেই দুই ভাইবোন ঔষধির খোঁজে বেরিয়ে হারিয়ে গিয়েছিল। ভারতীয় সেনা বাহিনী কোনও খোঁজ দিতে পারেনি। তবে সন্তানদের বাবা জানিয়েছেন চিনা সেনা তাঁকে জানিয়েছে তাঁর সন্তানরা বেঁচে রয়েছে। তবে চিন এখনও পর্যন্ত ওই দুই ভারতীয়কে সরকারি হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেনি। এর আগে ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চিনা বাহিনী। অরুণাচল সংলগ্ন এলাকায় চিন গ্রাম তৈরি করছে বলে কয়েক বছর আগে জানা গিয়েছিল।

এর আগে লাদাখেও চিনা বাহিনীর অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। এখনও পর্যন্ত লাদাখের বিস্তীর্ণ এলাকায় চিনা ও ভারতীয় সেনা মুখোমুখি অবস্থান করছে। পরিস্থিতি সামাল দিতে একের পর এক বৈঠক হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

পুকুর থেকে যুবকের নিথর দেহ উদ্ধার! হাড়হিম করা দৃশ্য Rishra-এ! | Hooghly News Today
বড় মোড়, ল্যাজে-গোবরে রাজ্য! জিততে চলেছেন বিজেপির রেখা পাত্র! Rekha Patra | Sandeshkhali | BJP
পাকিস্তান-বাংলাদেশ কী ভারতে আক্রমণ করতে চাইছে? #shorts #adhirranjanchowdhury
হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি | Yogi Adityanath
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র