বেতন নিয়ে জটিলতা অব্যাহত, ২ মাস ধরে বেতন পাচ্ছেন না ৮ লক্ষ রাজ্য সরকারি কর্মী

গত দুই মাস ধরে বেতন পাননি বিহারের প্রায় ৮ লক্ষ রাজ্য সরকারি কর্মী, যার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী, বিধায়ক, মন্ত্রী, শিক্ষক এবং চুক্তিভিত্তিক কর্মীরা। নতুন আর্থিক ব্যবস্থাপনা সফ্টওয়্যারে সমস্যার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
Sayanita Chakraborty | Published : Feb 10, 2025 12:21 PM
110

ফের খবরে রাজ্য সরকারি কর্মীরা। সদ্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

210

গত দুই মাস ধরে বেতন ঢুকছে না রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, আর্থিক সংকটের মাঝে বেতন বৃদ্ধির ঘোষণা।

310

রাজ্য সরকারি কর্মীদের এহেন অবস্থার কথা সদ্য এল প্রকাশ্যে। এই দাবি জানানো হয়েছে, ইন্ডিয়া টুডে-র রিপোর্টে।

410

বর্তমানে ২ মাস ধরে বেতন পাননি খোদ মুখ্যমন্ত্রী, বিধায়ক, মন্ত্রীরা, ৩ লক্ষ আঞ্চলিক কর্মী, ৩ লক্ষ শিক্ষক, ৫০ হাজার চুক্তি ভিত্তিক কর্মীরা।

510

রাজ্য সরকারি কর্মীরা বেতন পাননি ডিসেম্বর ও জানুয়ারি মাসে।

610

২০২৫ সালের শুরুতেই কমপ্রিহেনসিভ ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ২.০ চালু করেছে বিহার সরকার।

710

এই সফটওয়্যারে সমস্যা দেখা গিয়েছে। যে কাকণে প্রায় ৮ লক্ষ কর্মী বেতন পাননি।

810

প্রতি মাসে বেতন দিতে ৬ হাজার কোটি টাকা খরত করতে হয় সরকারকে। তবে, সফটওয়্যারে সমস্যার কারণে ২ মাস ধরে বন্ধ বেতন।

910

কমপ্রিহেনসিভ ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছিল ২০১৯ সালে। এবার এর নব সংস্করণ চালু করতে দেখা গেল সমস্যা।

1010

আপাতত ৮ লক্ষ কর্মীর বেতন আটকে। এদিকে সদ্য বেতন বৃদ্ধির ঘোষণা করেছে সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos