Bihar Train Accident: করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি ফিরিয়ে বিহারে লাইনচ্যু সুপারফাস্ট এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৫

Published : Oct 12, 2023, 09:00 AM ISTUpdated : Oct 12, 2023, 02:18 PM IST
Kerala train delay

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

ফের ভয়াবহ রেল দুর্ঘটনা রাজ্যে। করমন্ডল এক্সপ্রেসের স্মৃতি ফিরিয়ে আনল নর্থ- ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। বিহারের কাছে ট্রেনটির ২১টি কামড়া। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনায় মৃত্যু হয়েছে ৪ থেকে ৫ জনের। তবে আরও প্রাণহানীর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহতের সংখ্যা কমপক্ষে ৫০। গতকাল রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

 

 

ঘটনা প্রসঙ্গে পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার বলেছেন,' বুধবার রাত পৌনে ১০টা নাগাদ বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় দিল্লি-কামাখ্যা নর্থ-ইস্ট এক্সপ্রেস। একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। প্রায় ৫০ জনের প্রাণহানী হয়েছে। রেলকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।'

 

 

গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) একটি পোস্টও করেছেন তিনি। পোস্টে রেলমন্ত্রী লিখেছেন,NDRF, SDRF, রেলের আধিকারিকরা, জেলা প্রশাসনের কর্মীরা এবং স্থানীয় মানুষজন এই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ওয়ার রুম ফুটিং। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুতই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হলেই রেললাইন পুনরুদ্ধার শুরু হবে।'

 

 

PREV
click me!

Recommended Stories

School Holidays: পড়ুয়াদের জন্য সুখবর, কাল থেকে টানা ছুটি! কবে খুলবে স্কুল ?
কোথায় গেল ভারতের সেই পারমাণবিক ডিভাইস? যেটি তৈরি হয়েছিল চিনের ওপর নজরদারি চালাতে