বিলকিস বানো মামলা, রায় পুনর্বিবেচনার মামলা করে আরো বিপাকে গুজরাত সরকার

Published : Sep 30, 2019, 03:19 PM ISTUpdated : Sep 30, 2019, 04:06 PM IST
বিলকিস বানো মামলা, রায় পুনর্বিবেচনার মামলা করে আরো বিপাকে গুজরাত সরকার

সংক্ষিপ্ত

সোমবার বিলকিস বানো মামলায় গুজরাত সরকারকে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দুই সপ্তাহের মধ্যে ক্ষতিপুরণের টাকা ও চাকরির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে নিতে হবে দ্রুত ব্যবস্থা আদালতে এর আগের রায়ের পুনর্বিবেচনার আবেজন করেছিল সরকার  

মামলার অবতারণায় কেটে গিয়েছে অনেকগুলো দিন। সোমবার বিলকিস বানো মামলায় গুজরাত সরকারকে দুই সপ্তাহের মধ্যে ক্ষতিপুরণের টাকা ও চাকরির ব্যবস্থা করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

২০২ সালে গুদরাতে গোধরা কাণ্ডের পরই দাহোদ জেলার রণধিকাপুর গ্রামে গণ ধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস। চলতি বছরের এপ্রিল মাসে এই মামলায় বিলকিস-কে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরি ও থাকার জায়গার বন্দোবস্ত করে দেওয়ার রায় দিয়েছিল আদালত।

এদিন গুজরাত সরকারের পক্ষ থেকে সেই রায় পুনর্বিবেচনবা করার আবেদন করা হয় আদালতে। কিন্তু আদালত তাদের আবেদন তো শোনেইনি, উপরন্ত ২ সপ্তাহের মধ্যেই রায়ের নির্দেশ অনুযায়ী পদক্ষপ নিতে বলেছে। শুধু বিলকিসকে ক্ষতিপূরণ, চাকরি দেওয়ার নির্দেশই নয়, সেই সঙ্গে আইপিএস আরএস ভাগোরা-সহ বম্বে হাইকোর্টের নির্দেশে দোষী সাব্যস্ত হওয়া পুলিশ অফিসারদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৭ সালে বম্বে হাইকোর্ট পাঁচ পুলিশ অফিসার ও দুই ডাক্তারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল।

২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় বিলকিসের বয়স ছিল মাত্র ১৯। তাঁর পরিবারের চার মহিলা ও চার শিশু-সহ মোট ১৪ জনকে হত্যা করা হয়েছিল। বিলকিসকেও মৃত ভেবেই অত্যাচারের পর ফেলে রেখে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রাণে বেঁচে যান ও তারপর সেই ঘটনার বিরুদ্ধে গত ১৭ বছর ধরে লড়াই করছেন আদালতের ভিতরে ও বাইরে।

 

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত