দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে বিধানসভায় পাস হল বিল, কী হল নতুন নাম

  • দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে বিধানসভায় পাস হল বিল
  • গত বুধবার বিধানসভায় পাশ হয়ে গেল ওই সংশোধনী বিল
  • গত বছরেই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব আনা হয়
  • আর এবার পরিবর্তন করা হল বিশ্ববিদ্যালয়ের নাম

Indrani Mukherjee | Published : Jul 12, 2019 5:40 AM IST

নাম পরিবর্তন করা হবে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালায়ের। দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিধানসভায় পেশ করা হয়েছিল একটি সংশোধনী বিল। গত বুধবার বিধানসভায় পাশ হয়ে গেল ওই সংশোধনী বিল। 

দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়েছিল। এবার সেই প্রস্তাবই পাশ হয়ে গেল বিধানসভায়। প্রসঙ্গত গত বছরেই দার্জিলিং-এর মানুষদের শিক্ষার সুযোগ বাড়াতেই পাহাড়ের মানুষদের জন্য গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব আনা হয়। তারপর বিধানসভায় পাশ হয়েছিল সেই বিলও। 

মাত্র ২০০ টাকার ঋণ মেটাতে সুদূর কেনিয়া থেকে ভারতে এলেন মন্ত্রী

বিশ্ববিদ্যালয়টি তৈরি হওয়ার পর স্থানীয় মানুষদের বক্তব্য ছিল ওই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে যেন দার্জিলিং -এর একটা নিবিড় যোগ থাকে।  যাইহোক বিধানসভায় এই বিল পাশ হওয়ায় এবার থেকে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয় গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় নামেই পরিচিত হবে।

 

Share this article
click me!