প্রধানমন্ত্রী মোদীর মাকে অপমানের প্রতিবাদ, বৃহস্পতিবার বিহার বনধের ডাক NDA-র

Published : Sep 02, 2025, 04:30 PM IST
NDA seat sharing formula

সংক্ষিপ্ত

 বিহারের শাসক জোট এনডিএ আগামী ৪ সেপ্টেম্বর বিহার বনধের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে হরতাল। । 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিহারের উদ্যোগপতি মহিলাদের জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেন ভার্চুয়ালি। সেই অনুষ্ঠান থেকে বিহারে বিরোধী জোটের ভোট অধিকার যাত্রা থেকে তাঁক মাকে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন। এই ঘটনায় প্রতিবাদে তিনি সরব। ভার্চুয়াল বৈঠক থেকে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে কটাক্ষ করেন। মোদীর এই জনসভার পরই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট স্থির করেছে তারা এই ঘটনার প্রতিবাদ জানাবে। সেই কারণে আগামী ৪ সেপ্টেম্বর বিহার বনধের ডাক দিয়েছে।

৪ সেপ্টেম্বর বিহার বনধ

এই ইস্যুতে বিহারের শাসক জোট এনডিএ আগামী ৪ সেপ্টেম্বর বিহার বনধের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে হরতাল। বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বনধের যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় তারজন্য শরিক দলের মহিলা শাখা এই বনধের দায়িত্ব নেবে। এই বনধ থেকেই বিজেপি ও তাদের শরিক দলগুলি আরজেডি ও কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশ্যে করা মন্তব্যের প্রতিবাদ জানাবে। একই সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করবে।

মোদীর মন্তব্যঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পরোক্ষভাবে INDIA জোটের নেতা রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে 'নামধারী' বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, রুপোর চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া এই 'নামধারী'রা গরিব মায়েদের সংগ্রাম বা তাদের সন্তানদের কষ্ট বোঝেন না, কারণ তাদের কাছে 'ক্ষমতা' হলো 'উত্তরাধিকার'। মোটকথা বিহারে ভোট অধিকার যাত্রায় রাহুল-তেজস্বীর সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে উদ্দেশ্য করে কুকথা বলা হয়েছে বলে অভিযোগ বিজেপির। জাপানের পর চিন সফর শেষে দেশে ফিরে তারই জবাব দিলেন নরেন্দ্র মোদী। বিহারে গত সপ্তাহে ভোটার অধিকার যাত্রার সময় করা কথিত অবমাননাকর মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'একজন গরিব মায়ের সংগ্রাম (তপস্যা), তার ছেলের কষ্ট--রাজপরিবারে জন্ম নেওয়া এই যুবরাজরা বুঝতে পারবেন না। এই 'নামধারী'রা রুপোর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। দেশের এবং বিহারের ক্ষমতা তাদের কাছে তাদের পরিবারের উত্তরাধিকার বলে মনে হয়।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, দলটি কখনও পিছিয়ে পড়া বা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে যাওয়া সহ্য করেনি। 'কংগ্রেস কখনও পিছিয়ে পড়া বা অত্যন্ত পিছিয়ে পড়া ব্যক্তিকে এগিয়ে যেতে সহ্য করেনি! তারা মনে করে যে 'নামধারী'দের 'কামধারী'দের গালি দেওয়ার অধিকার আছে... সেজন্যই তারা গালি দেয়,' তিনি বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, দলটি কখনও পিছিয়ে পড়া বা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে যাওয়া সহ্য করেনি। 'কংগ্রেস কখনও পিছিয়ে পড়া বা অত্যন্ত পিছিয়ে পড়া ব্যক্তিকে এগিয়ে যেতে সহ্য করেনি! তারা মনে করে যে 'নামধারী'দের 'কামধারী'দের গালি দেওয়ার অধিকার আছে... সেজন্যই তারা গালি দেয়,' তিনি বলেছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!