৭ বছর ধরে নিখোঁজ ছিলেন স্বামী, ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে খুঁজে পেলেন স্ত্রী

Published : Sep 02, 2025, 12:17 PM IST
hardoi missing husband instagram reel second marriage news

সংক্ষিপ্ত

Instagram Reel: এখন সব বয়সের মানুষের মধ্যেই ইনস্টাগ্রাম রিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এই ইনস্টাগ্রাম রিল শুধু বিনোদনের মাধ্যমই নয়, এর মাধ্যমে ব্যক্তিগত জীবন ও সম্পর্কেও নতুন মোড় আসতে পারে। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এই ঘটনা দেখা গেল।

DID YOU KNOW ?
প্রতারণা করে দ্বিতীয় বিয়ে
বিয়ের এক বছরের মধ্যে স্ত্রীকে ছেড়ে অন্যত্র চলে গিয়ে দ্বিতীয় বিয়ে। ৭ বছর পর ধরা পড়লেন এই ব্যক্তি।

Extramarital Affair: সাত বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্বামী। তারপর থেকে অনেক খোঁজ করেও সন্ধান পাননি স্ত্রী। এত বছর পর হঠাৎ ইনস্টাগ্রাম রিলে অন্য এক মহিলার সঙ্গে স্বামীকে দেখতে পেলেন স্ত্রী। তিনি জানতে পারলেন, অন্য এক মহিলাকে বিয়ে করেছেন স্বামী। এত বছর সে কথা জানতে পারেননি প্রথম স্ত্রী। এবার ইনস্টাগ্রাম রিলে স্বামীকে খুঁজে পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তারপরেই আসল ঘটনা জানাল পুলিশ। শিলু নামে এই মহিলার বাড়ি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরদোইয়ে (Hardoi)। ২০১৭ সালে জিতেন্দ্র কুমার ওরফে বাবলুর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পরের বছরেই নিখোঁজ হয়ে যান এই ব্যক্তি। এবার তাঁর খোঁজ পাওয়া গেল। তবে এই অবস্থায় স্বামীকে দেখে দিশেহারা শিলু।

বাবলুর বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ

বিয়ের কিছুদিন পরেই শিলু অভিযোগ করেন, পণের দাবিতে তাঁর উপর অত্যাচার করতেন স্বামী। তিনি সোনার আংটি ও হারের দাবি জানিয়েছিলেন। কিন্তু শিলুর পরিবারের পক্ষে সেই দাবি পূরণ করা সম্ভব হয়নি। এই কারণে তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর পুলিশের দ্বারস্থ হন শিলু। এরপরেই ২০১৮ সালের ২০ এপ্রিল নিখোঁজ হয়ে যান জিতেন্দ্র। এরপর পুলিশ তদন্ত করলেও, জিতেন্দ্রর খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিলু ও পরিবারের সদস্যরা খুন করে দেহ লোপাট করে দিয়েছে। কিন্তু এবার আসল ঘটনা জানা গেল। কোতোয়ালি সান্ডিলা থানায় অভিযোগ করেছেন শিলু।

জিতেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ

সান্ডিলা সার্কেল অফিসার সন্তোষ সিং জানিয়েছেন, শিলুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে প্রমাণ সংগ্রহ করছি। জিতেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। বহুগামিতা, প্রতারণা ও পণের দাবিতে হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জিতেন্দ্রকে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতে শুনানি চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৭
২০১৭ সালে বিয়ে হয় শিলু ও জিতেন্দ্রর। পরের বছর নিখোঁজ।
২০১৮ সালের এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর জিতেন্দ্রর খোঁজ পাওয়া গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট