ভোটের আগে কংগ্রসের হাতিয়ার মোদীর অডিও, কর্ণাটকের দুর্নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ বিরোধী পক্ষের

অডিও রেকর্ডের কারণে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা কংগ্রেসের। কর্ণাটকের বিজেপি নেতা ঈশ্বরাপ্পার সঙ্গে কথা মোদীর। কংগ্রসের তোপ দুর্নীতি নিয়ে চিন্তিত নন মোদী।

 

ভোটের আগে আবারও কর্ণাটকে কংগ্রেস রীতিমত ধাক্কা দিল বিজেপিকে। কারণ শুক্রবার একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস দাবি করেছে এদিনই প্রমান হয়ে গেল বিজেপি দুর্নীতিকে সমর্থন করেন। আর এই বিষয়ে পিছিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ এদিন একটি ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কর্ণাটকের বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইশ্বরাপ্পার সঙ্গে ফোনে কথা বলেছেন। তখনই বিজেপি তাঁকে টিকিট না দেওয়া সত্ত্বেও বিদ্রোহ না করার জন্য অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেসের দাবি প্রধানমন্ত্রী এমন একজন বিজেপি নেতার সঙ্গে কথা বলছেন যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। আর দুর্নীতির কারণেই তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল।

ঈশ্বরাপ্পা কে?

Latest Videos

কর্ণাটকের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম ঈশ্বরাপ্পা। তিনি দীর্ঘদিন কর্ণাটকের মন্ত্রী ছিলেন। দুর্নীতির অভিযোগে ২০২২ সালের মে মাসে পদত্যাগ করতে বাধ্য হন। ঈশ্বরাপ্পা গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী ছিলেন। বেলগাভিতে সরকারি কাজের জন্য ৪০ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ তুলে সরব হয়েছিলেন ঠিকাদার সন্তোষ পাতিল। এখানেই শেষ নয়। সন্তাষ পাতিল অভিযোগ করেছিলেন ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। কিন্তু তারপর একাধিক কারণে সন্তোষ পাতিল আত্মহত্যা করতে বাধ্য হয় বলেও তাঁর পরিবারের অভিযোগ। আর সেই অভিযোগের আঙুলও উঠেছিলেন ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। যদিও তদন্তে ঈশ্বরাপ্পাকে ক্লিনচিট দেওয়া হয়। কিন্তু ড্যামেজ কন্ট্রোল করলে ঈশ্বরাপ্পাকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি।

ঈশ্বরাপ্পার আর্জি

ঈশ্বরাপ্পা বুঝেছিলেন তাঁকে টিকিট দেওয়া হবে না। সেই কারণে তিনি নির্বাচনী রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলেছিলেন। ছেলের জন্য কান্তেশ-এর টিকিট দাবি করেছিলেন। কিন্তু বিজেপি ঈশ্বরাপ্পার ছেলেকেও প্রার্থী করেনি। এই এলাকা থেকে টিকিট দিয়েছে চন্নাবাসাপ্পাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঈশ্বরাপ্পার কথার অডিও -

আপনি দলের প্রতি আপনার প্রতিশ্রুতি দেখিয়েছেন। আমি আপনার ওপর খুব খুশি। তাই আমি আপনার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। অডিওকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এও বলতে শোনা গেছে যে তিনি নির্বাচনী প্রচারে কর্ণাটকে এলে ঈশ্বরাপ্পার সঙ্গে অবশ্যই দেখা করবেন। ঈশ্বরাপ্পা প্রধানমন্ত্রী মোদীকে আশ্বাস দিয়ে বলেছেন ১০ মে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে।

 

 

কংগ্রেসের অডিও হাতিয়ার

কংগ্রেসের মোদী ও ঈশ্বরাপ্পার কথাবার্তার ভিডিও শেয়ার করেছে। কংগ্রেসের দাবি দুর্নীতি বিজেপির কাছে কোনও বিষয় নয়। এমনকি জীবনও বিজেপির কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন মানুষের সঙ্গে কথা বলেছেন যার ওপর ৪০ শতাংশ কমিশন চাওয়ার অভিযোগের স্ট্যাম্প রয়েছে। কংগ্রেস নেতা রণদীব সুরজেওয়ালা বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটি ভারতের গণতন্ত্রের দন্য খুবই দুঃখের দিন। প্রধানমন্ত্রী মোদী ৪০ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগ যার ওপর রয়েছে তার সঙ্গেই কথা বলছেন আর তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আবারও স্বীকৃতি দিল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের মন্তব্যকে। কারণ সম্প্রতি সত্যপাল মালিক একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'প্রধানমন্ত্রীর দুর্নীতিতে কোনও সমস্যা নেই।'

কংগ্রেস নেতা পবন খেরার বলেন, প্রধাননন্ত্রী মোদী একটি রাজ্যের নির্বাচনের জন্য এমন একজন মানুষের সমর্থন চাইছেন যাঁকে দুর্নীতির অভিযোগ মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল।

Share this article
click me!

Latest Videos

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News