বিজেপিতে ভোট না দিলে করা হবে ডিএনএ টেস্ট, বিদ্বেষমূলক মন্তব্য বিজেপি বিধায়কের

ভোটারদের পাখির চোখ করে মন্তব্য করলেন, যে সকল ভোটাররা তাঁকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবেন তাঁদের নাকি ডিএনএ টেস্ট করাবেন তিনি। যে হিন্দুরা অন্য কাউকে ভোট দেবেন, বুঝতে হবে তাঁদের শরীরে মুসলিম রক্ত বইছে। সেই ভোটার একজন বিশ্বাসঘাতক এবং জয়চাঁদের অবৈধ সন্তান।
 

ফের  বিদ্বেষমূলক মন্তব্যের (Controversial Comment) জেরে অভিযোগের আঙুল উঠল তাঁর দিকে। রাজনীতির আঙিনা থেকে বিরুপ মন্তব্য করার জেরে আরও একবার দোষী সাব্যস্ত করা হল তাঁকে। তিনি আর কেও নন, বিজেপি বিধায়ক BJP MLA)  রাঘবেন্দ্র সিং (Raghabendra Singh) । উল্লেখ্য, এর আগে সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর  (FIR)পর্যন্ত দায়ের করা হয়েছিল। কিন্তু তারপরও আবার বিদ্বেষমূলক মন্তব্য করলেন বিজেপির বিধায়ক। এবার ভোটারদের পাখির চোখ করে মন্তব্য করলেন, যে সকল ভোটাররা তাঁকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট (Vote) দেবেন তাঁদের নাকি ডিএনএ (DNA)টেস্ট করাবেন তিনি। শুনে নিশ্চই চমকে গেলেন তো, যে ভোট বা রাজনীতির সঙ্গে হঠাৎ ডিএনএ-এর সম্পর্ক কোথা থেকে চলে এল। 

বিজেপি বিধায়ক  রাঘবেন্দ্র সং রাজনীতির মঞ্চ থেকে একপ্রকার ধর্ম বিদ্বেষী মন্তব্যই করেছেন। তিনি বলেছেন, যে হিন্দুরা অন্য কাউকে ভোট দেবেন, বুঝতে হবে তাঁদের শরীরে মুসলিম রক্ত বইছে। সেই ভোটার একজন বিশ্বাসঘাতক এবং জয়চাঁদের অবৈধ সন্তান। জয়চাঁদের অবৈধ সন্তানের নেপথ্য কাহিনিটি হল, দ্বাদশ শতাব্দীতে জয়চাঁদ নামের একজন রাজা ছিলেন। স্থানীয় অঞ্চলে যাঁর নামের সমার্থক এই বিশ্বাসঘাতক শব্দটি। বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিং-র যেন বিদ্বেষমূলক মন্তব্য করাটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এর আগে তিনি বলেছিলেন, ডোমরিয়াগঞ্জ থেকে আরও একবার নির্বাচিত হন তবে মুসলিমদেরও নাকি তিলক পরতে বাধ্য করবেন তিনি। 

Latest Videos

আরও পড়ুন-‘হাত’ বদলে বিজেপিতে অদিতি, উত্তরপ্রদেশে রায়বেরলির পুরানো ঘাঁটি বাঁচাতে মরিয়া কংগ্রেস

আরও পড়ুন-রাষ্ট্রসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের দাবি ভিত্তিহীন, রানা আইয়ুবকে ‘হেনস্থার’ অভিযোগে মুখ খুলল ভারত

আরও পড়ুন-সুইস ব্যাঙ্কেই গচ্ছিত পাক অধিকর্তা হাজার হাজার কোটির ‘কালো’ টাকা, তীব্র চাঞ্চল্য বিশ্বজুড়ে

সম্প্রতি নিজের কেন্দ্রে নির্বাচনী প্রচারে বের হন রাঘবেন্দ্র। একটি জনসভায় অংশ নেন। ওই জনসভাতেই তাঁকে বলতে দেখা যায়, হাজারও বিড়ম্বনার মুখোমুখি হওয়ার পরেও যদি হিন্দুরা অন্যদিকে যায় তবে তাঁদের মুখ দেখানো উচিৎ না। এমনকি তিনি সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন, আপনাদের মধ্যে কতজন জয়চাঁদ রয়েছে। এখানেই শেষ নয়, রীতিমত রাশভারি কন্ঠে বললেন, তাঁরা যেন তাঁদের নাম তাঁকে আগেই দিয়ে দেয়। তারপরই বলেন, সকলের ডিএনএ পরীক্ষা করার বিষয়টা। সেই রিপোর্ট থেকেই নাকি বোঝা যাবে কতজন হিন্দু আর কতজন মুসলিম রয়েছে। তিলক মন্তব্যের জন্য গত সপ্তাহে রাঘবেন্দ্র সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

রাঘবেন্দ্র আরও বলেন, হিন্দুদের গর্বিত করার জন্য তিনি সব কিছু ত্যাগ করতে রাজি আছেন। তাঁকে ভোটের ময়দানে হারাতে সবরকমভাবে চেষ্টা করছে মুসলিমরা। তবে তিনি যে চুপ থাকবেন না, সেই কথা সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিং। তবে সুত্রের খবর অনুযায়ী, রাঘবেন্দ্র সিংয়ের নতুন বিদ্বেষমূলক বক্তৃতার ভিডিওটি দুই দিনের পুরানো। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দ্বিতীয়বার এফআইআর-ও দায়ের করা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ৭ দফায় বিধানসভা ভোট চলছে। ৩ মার্চ ষষ্ঠ দফায় ডোমরিয়াগঞ্জে ভোট হবে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury