বাঁদররা মানুষের মতো হয়ে যাচ্ছে, চিন্তিত ড্রিমগার্লের দাবি 'মাঙ্কি সাফারি' বানাও

  • মথুরায় একটি 'মাঙ্কি সাফারি' বানানোর দাবি করলেন হেমা মালিনী
  • ভারতের জঙ্গলগুলিতে ফলের গাছ লাগানোর দাবিও রাখলেন
  • বাঁদরদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ড্রিমগার্ল
  • বাঁদরদের স্বভাব পাল্টে যাচ্ছে

 

বাঁদররা ক্রমে মানুষ হয়ে যাচ্ছে। ফল খাওয়া ছেড়ে দিয়ে সিঙাড়া-ফ্রুটি খাচ্ছে। যা তাদের জন্য অস্বাস্থ্যকর। তাই বাঁদরদের উন্নয়নের জন্য মথুরায় একটি 'মাঙ্কি সাফারি' চালু করার আবেদন করলেন স্থানীয় সাংসদ তথা বলিউড তারকা হেমা মালিনী।

এদিন সংসদ ভবনের বাইরে মথুরার সাংসদ জানান আমাদের বাঁদরদের দেখভাল করা উচিত। সেই কথা মাথায় রেখেই তিনি তাঁর লোকসবা এলাকায়, যেখানে প্রচুর বাঁদর রয়েছে, সেখানে একটি 'মাঙ্কি সাফারি' বানানোর দাবি রেখেছেন তিনি। তাঁর মতে এটা হওয়া অত্যন্ত জরুরি।

Latest Videos

সেই সঙ্গে তিনি জানিয়েছেন বাঁদরের স্বভাব ক্রমে মানুষের মতো হয়ে যাচ্ছে। ফলের গাছের অভাবে তাঁরা মানুষের খাদ্যাভাসে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছেন যে বাঁদরদের ফল দিলেও খাচ্ছে না। তারা মানুষের মতো সিঙারা খেতে চাইছে। ফ্রুটি খেতে চাইছে।

তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফেরানোর জন্য ড্রিমগার্লের আবেদন ভারতের অরণ্যগুলিতে ফলের গাছ বেশি করে লাগানো হোখ। তিনি জানান, বর্তমানে দঙ্গলে কাঁটাগাছই বেশি। সেই সব গাছে ফল হয়না। ফলে বাঁদরদের খাওয়ার অভাব হচ্ছে। 

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল