রাজনীতি ছাড়়ছেন কঙ্গনা রানাউত? 'রাজনীতি অমসৃণ' বলে জল্পনা উস্কে দিলেন বিজেপি সাংসদ

Published : Oct 14, 2025, 06:40 PM IST

Kangana Ranaut: বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। প্রথমবার রাজনীতিতে নেমেই সহজেই জয় পেয়েছিলেন। বিজেপি মান্ডি বিধানসভা কেন্দ্রের সাংসদ তিনি। এক বছর যেতে না যেতেই তিনি বিতশ্রদ্ধ। তানি রাজনীতিতে হতাশ বলে আবারও ইঙ্গিত দিলেন।  

PREV
15
রাজনীতিতে কঙ্গনা

বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। প্রথমবার রাজনীতিতে নেমেই সহজেই জয় পেয়েছিলেন। বিজেপি মান্ডি বিধানসভা কেন্দ্রের সাংসদ তিনি। বিজেপি তাঁর জন্য রাস্তা তৈরি করে রেখেছিল। আর সেই কারণেই মসৃণ পথে হেঁটেই সংসদে পৌঁছে গিয়েছেন কঙ্গনা।

25
রাজনীতিতে ইচ্ছে নেই কঙ্গনার!

রাজনীতিতে ইচ্ছে নেই কঙ্গনার। তেমনই আলোচনা দিল্লি থেকে মুম্বই সর্বত্র। কারণ এই নিয়ে দ্বিতীয়বার কঙ্গনা রাজনীতি নিয়ে নিজের মোহভঙ্গ হওয়া ও অনিচ্ছার কথা জানিয়েছেন। তাতেই কঙ্গনার রাজনীতি ছাড়়া নিয়ে জল্পনা তুঙ্গে।

35
সুরেশ গোপীর কথা

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুরেশ গোপী সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্য়াগের ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, 'আমি কখনই আমার চলচ্চিত্রদুনিয়া ছেড়ে মন্ত্রী হতে চাইনি।'

45
সুরেশকে সমর্থন কঙ্গনা

বিজেপির মন্ত্রীকেই সমর্থন করেছেন বিজেপি সাংসদ। কঙ্গনা বলেছেন, 'রাজনীতি এমন একটা পেশা যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজও যদি সময়টা ব্যায় করেন , তাদের আবার মশকরা করা হয়।' তিনি আরও বলেছেন, রাজনীতিতে ভাল কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিৎ।

55
হলিউডে যাচ্ছেন কঙ্গনা!

সূত্রের খবর হলিউড যাচ্ছেন কঙ্গনা। ইমার্জেন্সির পর তিনি আর কোনও ছবি করেননি। সম্প্রতি তিনি বলেছেন, 'আমি একটা বিষয় বুঝেছি, একজন সাংসদকে যে বেতন দেওয়া হয় তাতে রাঁধুনি আর গাড়ির চালককে দেওয়ার পরে হাতে থাকে মাত্র ৫০-৬০ হাজার টাকা। ' তিনি আগেই বলেছিলেন, সৎপথে রাজনীতি থেকে যা আয় হয়, তা দিয়ে জীবনযাপন করা খুব কঠিন।

Read more Photos on
click me!

Recommended Stories