EPFO-র নিয়মে বিরাট বদল! তোলা যাবে ১০০ শতাংশ টাকা, আগের থেকে আরও সহজ হল পদ্ধতি

Published : Oct 14, 2025, 07:57 AM IST

EPFO তার নিয়মে বড় পরিবর্তন। টাকা তোলার প্রক্রিয়া এখন অনেক সহজ। কর্মীরা এখন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন, তবে অ্যাকাউন্টে ২৫ শতাংশ ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। এই নতুন নিয়ম CBT-র বৈঠকে অনুমোদিত হয়েছে।

PREV
15

উৎসবের মরশুমে সকল কর্মীদের জন্য এল দারুণ খবর। EPFO-র নিয়মে আসছে বিরাট বদল। এবার থেকে তোলা যাবে ১০০ শতাংশ টাকা। শুধু তাই নয়, এবার থেকে টাকা তোলার পদ্ধতি আরও সহজ হল। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-র বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

25

আগে আংশিক টাকা তোলার ক্ষেত্রটি তিন ভাবে বিভক্ত ছিল। ১৩ টি জটিল নিয়ম মানে হত। এবার সবেতে এল বিরাট বদল। আগে শিক্ষা ও বিয়ের জন্য তিন বার করে টাকা তোলা যেত। সেই সীমা বাড়িয়ে করা হয়েছে ১০ বা এবং ৫ বার করে তোলা যাবে। সব ধরনের টাকা তোলার ক্ষেত্রে ন্যূনতম ১২ মাস অর্থাৎ ১ বছর চাকরি করতেই হবে গ্রহককে।

35

আগে টাকা তোলার জন্য বিশেষ পরিস্থিতি দেখাতে হত। নতুন নিয়মে আর এমন কিছু দেখাতে হবে না। তবে, এবার থেকে সদস্যদের অ্যাকাউন্টে ২৫ শতাংশ টাকা রাখা বাধ্যতামূলক। বাকি টাকা তুলে নিয়ে পারবেন।

45

টাকা তোলার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করার পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)। এখন বাড়ি বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট হাতে পাবেন। তাও বিনামূল্যে।

55

সে যাই হোক, প্রভিডেন্ট ফান্ড পরিষেবাকে আরও আধুনিক করতে চালু হয়েছে EPFO 0.3। এর দ্বারা উপকৃত হবেন চাকরিজীবীরা। টাকা তোলা হবে আরও সহজ। তেমনই তোলা যাবে প্রায় ১০০ শতাংশ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories