কেরলে অনেকটা এগিয়ে গেল বামেরা, অসমে পদ্মপ্রাপ্তির দিকেই ইঙ্গিত, তামিলনাড়ুতে হয়ত পরিবর্তনই

  • পশ্চিমবঙ্গ ছাড়াও চার রাজ্যে চলছে ভোট গণনা। অসম, কেরল, তামিলনাড়ু ও পদুচেরিতে হচ্ছে ভোটগণনা
  • প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে অসমে অনেকটা এগিয়ে বিজেপি।
  • কেরলে অনেকটা এগিয়ে বামদলের জোট এলডিএফ।
  • তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত, ডিএমকে কংগ্রেস জোট এগিয়ে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের চার রাজ্যের বিধানসভার ভোট গণনা চলছে। সকাল ৮টে থেকে শুরু হয়েছে গণনা। ভোট গণনার প্রথম তিন ঘণ্টা শেষে দেখা যাচ্ছে কেরলে ক্ষমতায় ফিরছে বাম দলের এলডিএফ। কেরলে প্রতিবার সরকার বদল হয়, কিন্তু ৪০ বছর পর কেরলে মিথ ভাঙার পথে। অসমে বিজেপি জোটের জয় নিশ্চিত দেখাচ্ছে। যদিও গণনার এখনও অনেকটা সময় বাকি। তবে যেদিকে প্রবণতা অসমে ফের বিজেপিই ক্ষমতায় আসছে। তামিলনাড়ুতে পালাবদলের ইঙ্গিত, ভাল শুরু করেছে কংগ্রেস, ডিএমকে জোটের ইউপিএ। পুদুচেরতে ভাল শুরু বিজেপির।

আরও পড়ুন: বাংলা এবার কার দখলে, ফল জানাতে তৈরি এশিয়ানেট নিউজ বাংলা

Latest Videos

অসম (১২৬ আসন)
চলছে গণনা। এসেছে ১১৫টি আসনের ফলের গণনার তৃতীয় রাউন্ড শেষে গণনার ফল। বিজেপি জোট এগিয়ে ৭৬টি আসনে, কংগ্রেস ও তার শরিকদলগুলি এগিয়ে ৩৬টি আসনে। সরকার গড়তে ম্যাজিক ফিগার ৬৪টি আসন।

কেরল (১৪০ আসন)
এসেছে ৯৭টি আসনের ফলের প্রাথমিক প্রবণতা। বামেদের জোট এলডিএফ এগিয়ে ৯২টিতে। কংগ্রেসের জোট ইডিএফ এগিয়ে ৪৬টিতে। ম্য়াজিক ফিগার ৭১।  

আরও পড়ুন: তামিল রাজনীতির নতুন নক্ষত্র কমল হাসান, কেরলে এগিয়ে মেট্রো ম্যান, আসমে বিজেপির ভরসা হেমন্ত বিশ্ব শর্মা

তামিলনাড়ু (২৩৪ আসন)
এসেছে ২২৬টি আসনের ফলের প্রাথমিক প্রবণতা। ডিএমকে, কংগ্রেস জোটের ইউপিএ এগিয়ে ১৪৮টি আসনে, এনডিএ এগিয়ে ৭৫টিতে। ম্যাজিক ফিগার ১১৮।  

পুদুচেরি ( ৩০টি আসন) 
বিজেপি জোট এগিয়ে ৮টিতে। কংগ্রেস জোট এগিয়ে ৪টি-তে। ম্য়াজিক ফিগার ১৬।


সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই রাজ্যের বিধানসভার ভোট গণনা। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে অসমের গণনা কেন্দ্রগুলিতে বিশেষ নজর। বিজেপি-র কাছে চ্যালেঞ্জ সরকার ধরে রাখার। ২০১৬ সালে প্রথমবার অসমে সরকার গড়ে বিজেপি। ২০১৯ লোকসভাতেও ফল ভালই হয় বিজেপি-র। এবার নির্বাচনের আগে মনে করা হচ্ছিল বিজেপি অনেকটা এগিয়ে থেকে শুরু করবে। কিন্তু দিন যত এগিয়েছে, নির্বাচন যত কাছে এগিয়েছিল মনে ততই কংগ্রেস লড়াইয়ে ফিরেছিল। হেমন্ত বিশ্বশর্মার সাংগঠনিক দক্ষতা, আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের স্বচ্ছ ভাবমূর্তিই বিজেপি-র সবচেয়ে বড় হাতিয়ার। কংগ্রেস আবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সিএএ-এনআরসি নিয়ে রাজ্যের মানুষের ক্ষোভকে কাজে লাগাতে জোর প্রচার চালিয়েছে। 

পশ্চিমবঙ্গ বাদে যে চার রাজ্যে ভোট হচ্ছে সেই চার রাজ্যেই একটা সময় কংগ্রেসের দাপট ছিল। ২০১৬ ভোটের আগে পর্যন্ত অসমে কার্যত কংগ্রেসের একাধিপত্য ছিল। কংগ্রেসের শীর্ষ নেতা তরুণ গগৈ পরপর তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবে ২০১৬ সালে হারটার পর অসমে দুর্বল হয় হাত শিবির। এবার সেখানে ক্ষমতায় ফেরা বড় চ্যালেঞ্জ। শরিক দলগুলির দিকে তাকিয়ে কংগ্রেস। 

কেরলে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতা পরিবর্তন হয়, এবার সেইদিক থেকে কংগ্রেসের ক্ষমতায় ফেরার কথা। ২০১৯ লোকসভায় গোটা দেশে হতাশ করলেও কেরলে চমকপ্রদ ফল করে কংগ্রেস। তবে বুথফেরত সমীক্ষায় কিন্তু অনেকটা পিছিয়ে কংগ্রেস। তামিলনাড়ুতে ডিএমকে-র শরিক হিসেবে ক্ষমতায় ফিরতে আত্মবিশ্বাসী কংগ্রেস। পুদুচেরি নিয়ে অবশ্য আশা কম কংগ্রেসের। দিনের শেষে এই চার রাজ্যে তিনটে জিতলেই বড় জয় মনে করবে কংগ্রেস। 

Share this article
click me!

Latest Videos

'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
১৫ দিন পরও অধরা বিধাননগরের কাউন্সিলর, পুলিশকে ধুয়ে যা বললেন Sukanta Majumdar
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও