দেশজুড়ে সিএএ-এনআরসি নিয়ে বিক্ষোভ, সংশয় দূর করতে অ্যানিমেটেড ভিডিও-ই ভরসা গেরুয়া শিবিরের

Published : Dec 23, 2019, 06:53 PM ISTUpdated : Dec 23, 2019, 07:01 PM IST
দেশজুড়ে সিএএ-এনআরসি নিয়ে বিক্ষোভ, সংশয় দূর করতে অ্যানিমেটেড ভিডিও-ই ভরসা গেরুয়া শিবিরের

সংক্ষিপ্ত

দেশজুডে় নাগরিকত্ব আইনের প্রতিবাদ ক্রমেই ছড়াচ্ছে প্রতিবাদের আগুন অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করল বিজেপি সিএএ নিয়ে যাবতীয় সংশয় দূর করতে ভিডিও  

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলছে দেশজুড়ে। সিএএ-র সঙ্গে এনআরসি নিয়েও উত্তাল দেশের নানা প্রান্ত। রাজধানী দিল্লি থেকে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ সবখানেই সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলন চলছে। বিরোধী দলগুলিও সামিল হয়েছে এই প্রতিবাদ আন্দোলনে।

আরও পড়ুন : ৮ কোটির কুকুর চুরি, খুঁজে দিলেই ইনাম মিলবে লাখ টাকা

সিএএ-এনআরসি নিয়ে চলতে থাকা আন্দলন প্রাণও কেড়েছে। এই অবস্থায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যাবতীয় সংশয় দূর করতে একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করল ভারতীয় জনতা দল।

আরও পড়ুন : দেরিতে বিমান ওড়া নিয়ে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাকে কড়া ভাষায় জবাব বিরক্ত যাত্রীদের, ভাইরাল হল ভিডিও

ট্যুইটারে প্রকাশ করা এই অ্যানিমেটেড ভিডিও-তে মুসলিম ভাই-বোনেদের কাছে পদ্ম শিবির সংশোধিত নাগরকিত্ব আইনটি ব্যাখ্যা করেছে। 

 

মিথ্যা ও বিভ্রান্তি ছড়াতেই  রাজনৈতিক দলগুলি সিএএ-এর প্রতিবাদ করছে বলে এই ভিডিওতে দাবি করা হয়েছে। ভোটব্যাঙ্কের জন্যই চলছে বিভেদ সৃষ্টি। এনআরসি নিয়েও এই ভিডিও-তে নিজেদের দৃষ্টিভঙ্গী ব্যাখ্যা করেছে পদ্ম শিবির। 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল