দিলীপকে দিল্লিতে ডেকে মুখে 'লাগাম' পারানোর চেষ্টা, নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক বিজেপি নেতার

Published : Jul 18, 2025, 05:47 PM IST

মোদীর সফরের দিন সকালে দিল্লিতে ডেকে পাঠান হয়েছিল দিলীপ ঘোষকে। বিজেপি নেতা জেপি নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক হয় দিলীপের। 

PREV
110

মোদীর দুর্গাপুরের সভায় যখন শুভেন্দু, সুকান্ত, শমীক এক মঞ্চে উপস্থিত রয়েছেন তখন দিল্লিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ।

210

দিলীপ ঘোষকে তলব করা হয়েছিল দিল্লিতে। শুক্রবার সকালেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।

310

বিজেপি সূত্রের খবর তাকে দিল্লিতে দলীয় কাজের জন্য ডেকে পাঠান হয়েছিল। তিনিও জানিয়েছিলেন দলীয় কাজেই তিনি দিল্লি যাচ্ছেন।

410

দিলীপের দিল্লি সফর নিয়ে বিজেপির মধ্যেও শুরু হয়েছিল জল্পনা। কারণ তিনি দিল্লি যাওয়ার সময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে, দল চায় না তিনি মোদীর সভায় উপস্থিত থাকুন। সেই কারণেই এই দিনই তাকে দিল্লিতে তলব করা হয়েছিল।

510

সকলে দিল্লি পৌঁছেন নির্দেশ মত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে যান দিলীপ ঘোষ। কিন্তু দেখা হয়নি নাড্ডার সঙ্গে। সেই সময়ই তাকে বিকেলে দেখা করার কথা বলা হয়।

610

দলীয় নির্দেশ মত বিকেলে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। বিকেল সাড়ে তিনটের পরই দেখা হয় বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে। তাদের দুজনের মধ্যে কথাও হয়।

710

বিজেপি সূত্রের খবর, দিলীপকে দিল্লিতে ডেকে মুখে লাগাম পরানোর চেষ্টা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যদিও দিলীপ এখনও বৈঠক নিয়ে কিছু জানাননি।

810

সংবাদ মাধ্যমের সামনে দিলীপকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে কিছু বলা হয়নি।

910

বিজেপির সূত্রের খবর ঘণ্টাখানের নাড্ডার সঙ্গে বৈঠক হয় দিলীপের। সেখানেই দিলীপকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য বরদাস্ত করা হবে না।

1010

শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই বিজেপিতে সক্রিয় দিলীপ ঘোষ। কিন্তু দিঘা সফরের পর থেকে তিনি যেভাবে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন তা দল বরদাস্ত করবে না বলেও জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা।

Read more Photos on
click me!

Recommended Stories