পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টোর দাবিকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বহাল তবিয়তে সে দেশেই ঘুরে বেড়াচ্ছে জঙ্গি মাসুদ আজহার। এবার পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালোচিস্থান প্রদেশে দেখা মিলল জইশ ই মহম্মদ প্রধানের।
28
কোথায় লুকিয়ে মাসুদ?
গোয়েন্দা সূত্রে খবর, ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে এবার বাহওয়ালপুর নয়, দেখা গেল সেখান ১০০০ কিলোমিটার দূরে অবস্থিত গিলগিট-বালচিস্তান প্রদেশে। গোয়েন্দা রিপোর্টে এমনই তথ্যই উঠে এসেছে।
38
ফের মুখ পুড়ল পাকিস্তানের
মাসুদকে নিয়ে ফের মুখ পুড়ল পাকিস্তানের। এতদিন ইসলামাবাদের তরফে তার উপস্থিতি যে পাকিস্তানে রয়েছে সেই বিষয়টি অস্বীকার করা হয়েছিল। পাকিস্তান সরকারের তরফে বারবার দাবি করা হয়েছিল এমনকি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারের সময়ও প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলওয়াল জানিয়েছিলেন, মাসুদ পাকিস্তানে নেই। হয়তো আফগানিস্তানে থাকতে পারে।
এর আগে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী দাবি করে জানিয়েছিলেন যে, ইসলামাবাদে যদি মাসুদকে দেখা যায় বা খুঁজে পাওয়া যায় তাহলে তারা মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দেবে এবং গ্রেফতার করা হবে।
58
ভারতে একাধিক জঙ্গি হামলার মূল হোতা মাসুদ আজহার
ভারতের উপর চালানো বেশ কয়েকটি ভয়াবহ জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে। ২০১৬ সালের পাঠানকোটে বিমান ঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি ভারতীয় সেনার মৃত্যু হয়। এই দুটি বড় ঘটনারই মূল হোতা ছিল এই জঙ্গি নেতা।
68
কেন মাসুদ ভারতের মোস্ট ওয়ান্টেড?
ভারতের নিরাপত্তা বাহিনীর দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মাসুদ আজহারের নাম বারবার উঠে এসেছে। মাসুদের বিরুদ্ধে রয়েছে- ২০০১ সালে সংসদে হামলা, ২৬/১১ মুম্বই হামলা, ২০১৬ সালে পাঠানকোট হামলা, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কনভয়ে ভয়াবহ আত্মঘাতী হামলার অভিযোগ। সেই থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম রয়েছে মাসুদের।
78
অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয় মাসুদের ঘাঁটি
গত ৯ মে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ধ্বংস করে দেওয়া হয় পাকিস্তানে মাসুদ আজহারের জইশ-ই-মহম্মদের সদর দফতর। বাহাওয়ালপুরে মাসুদ আজহারের দুটি প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে একটি হল জামিয়া সুবহানআল্লা। সেটি গুঁড়িয়ে দেয় ভারত।
88
বহাল তবিয়তে ঘুরছেন মাসুদ
গোয়েন্দা সূত্রে খবর, মাসুদ আজহারকে স্কার্দুতে দেখা গিয়েছে। বিশেষ করে সাদপাড়া রোড এলাকার আশেপাশে। যেখানে কমপক্ষে দুটি মসজিদ, অনুমোদিত মাদ্রাসা এবং একাধিক বেসরকারি ও সরকারি অতিথিশালা রয়েছে। তবে আজহারই একমাত্র জঙ্গি নেতা নয়, পাক লস্কর ই তৈবার অনেক জঙ্গিই সেদেশে বহাল তবিয়তে এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়।