
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী (Delhi CM) কে হবেন? তই নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার বসতে চলেছে পরিষদীয় দলের বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিদেশ সফর সেরে দিল্লিতে ফেরার পরই মুখ্যমন্ত্রী বাছার বিষয় নিয়ে তৎপরতা শুরু হয়েছে বিজেপির (BJP) মধ্যে। বিজেপির এক নেতা সূত্রের খবর, আগামী বুধবারই বিজেপির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। অনুমান সেখানেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে। পাশাপাশি এই দিনই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল ৫ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হয়েছিল ৮ ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৮টি আসনে। ভোটের আগে বিজেপি মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভোটে লড়াই করেছে। সূত্রে খবর আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।
দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর পর 'হুঁশ' ফিরল রেলের, AI প্রযুক্তি দিয়ে হবে ভিড় মোকাবিলা
২৭ বছর পরে দিল্লিতে ফিরল বিজেপি। এই নির্বাচনে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে সরাসরি লড়াই হয়েছে। এবার বিজেপির কাছে আপ পুরো ধরাসায়ী হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মণীষ সিসৌদিয়া সকলেই হেরে গিয়েছেন।
'বাংলার সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন', ডিএ নিয়ে টানাপোড়েনের মধ্যে বড় দাবি আইনজীবীর
দিল্লির মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছে বেশ কয়েকটি নাম। তারমধ্যে সবথেকে এগিয়ে রয়েছে প্রবেশ বর্মান নাম। তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন। নাম রয়েছে সতীশ উপাধ্যায়ের. তিনি দিল্লির বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুব শাখারও সভাপতি চিলেন। তালিকায় রয়েছে বিজেপির পঞ্জাবি মুখ আশিস সুদ। জিতেন্দ্র মহাজন ও প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরী স্বরাজের নাম নিয়েও আলোচনা হয়েছে। আর রয়েছেন দিল্লির প্রাক্তন মেয়র আর প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তার নাম।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।