হুবলি রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বিস্ফোরণ, আতঙ্কে খালি করা হল স্টেশন

Published : Oct 21, 2019, 06:36 PM ISTUpdated : Oct 21, 2019, 06:57 PM IST
হুবলি রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে  বিস্ফোরণ, আতঙ্কে খালি করা হল স্টেশন

সংক্ষিপ্ত

হুবলি স্টেশেন বিস্ফোরণ ১ নম্বর প্ল্যাটফর্মে বিস্ফোরণ বাড়ান হয়েছে স্টেশনের নিরাপত্তা বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা

কর্ণাটক রাজ্যের হুবলি শহরের স্টেশনে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক। এদিন দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে এক নম্বর প্ল্যাটফর্ম। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় স্টেশন মাস্টারের ঘরের দরজার কাঁচ। 

দেখুন ভিডিও: আমচি মুম্বইতে গ্ল্যামারের ছটা, ভোট দিলেন বলি তারকারা

বিস্ফোরণেক কারণ অনুসন্ধানে গোটা চত্বর ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থেল হাজির হয়েছে ডগ  ও বম্ব স্কোয়াডও। এই বিস্ফোরণে এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি হুসেইন সাব স্টেশনের ফুড জয়েন্টের কর্মী বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। 

দেখুন ভিডিও: হরিয়ানায় নির্বাচনী চমক, সাইকেলে করে ভোটকেন্দ্রে খট্টর

বিস্ফোরণের পর স্টেশনের পাশাপাশি হুবলির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা বাড়ান হয়েছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয়ে শান্তি বজায় রাখেন, প্রশাসনের তরফে এমন আবেদন করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আপনার শহরে আজকের ডিজেল ও পেট্রোলের দাম
Bank Close: ধর্মঘটের জের, চলতি মাসের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভুগবে ATM পরিষেবাও