হরিয়ানা নির্বাচনী চমক, সাইকেলে করে ভোটকেন্দ্রে খট্টর


ভোটের দিনও হরিয়ানা নির্বাচনে চমকের রাজনীতি অব্যাহত। সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যাক্তিত্বরা। তবে সকলকে চমকে দিয়ে এদিন হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহন লাল খট্টর সাইকেলে চড়ে ভোট দিতে এলেন। 

Share this Video

ভোটের দিনও হরিয়ানা নির্বাচনে চমকের রাজনীতি অব্যাহত। সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যাক্তিত্বরা। তবে সকলকে চমকে দিয়ে এদিন হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহন লাল খট্টর সাইকেলে চড়ে ভোট দিতে এলেন। ভোট দেওয়ার জন্য চণ্ডীগড় থেকে থেকে কর্নালে আসেন তিনি। কর্নাল আসন থেকে দ্বিতীয়বার ভোটে দাঁড়িয়েছেন তিনি। ২০১৪ সাল ৬০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এই আসনে জিতেছিলেন খট্টর। এবারও বিজেপির ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী তিনি।

Related Video