সুষমা স্বরাজের প্রয়াণে সোশ্যাল মিডিয়া জুড়ে শোকবার্তা, বাদ পড়ল না বলিউড

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে বি-টাউনে শোকের ছায়া

খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়া ভরে উঠল শোকবার্তায়

অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক শোকজ্ঞাপনে সামিল সকলেই

 

মঙ্গলবার রাতে সুষমা স্বরাজের প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তাঁর প্রয়াণের খবরে শোক প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক মহল। সেই তালিকা থেকে বাদ পড়ল না  বলিউডও। অভিনেতা-অভিনেত্রীসহ, গায়ক-গায়িকা, পরিচালক সকলেই খবর পাওয়া মাত্রই শোক প্রকাশ করে টুইট করলেন। অনুপম খের থেকে পরিণীতি চোপড়া, লতা মঙ্গেশকর থেকে শাবানা আজমি, তাঁর আত্মার শান্তি কামনায় সামিল হলেন সকলেই।

সুষমা স্বরাজের প্রয়াণের খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অনুপম খের তাঁর আত্মার শান্তি কামনা করে টুইট করলেন। 

Latest Videos

 

 

পরিচালক একটা কাপুর টুইট করে জানান, এক সময় তিনি সুষমা স্বরাজের থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। এখনও পর্যন্ত সেই ছবি রয়েছে, যখন তিনি একতা কাপুরকে প্রথম পুরষ্কার হাতে তুলে দিয়েছিলেন।

 

 

একই সুরে শাবানা আজমি জানান তিনি গভীরভাবে শোকাহত এই খবর পাওয়ার পর। তিনি আরও জানান, রাজনৈতিক দিক ছাড়াও তাঁর সঙ্গে অন অনবদ্য সম্পর্ক ছিল।

 

 

অভিনেত্রী পরিণীতি চোপড়া জানান, তিনি তাঁকে নিয়ে গর্ব বোধ করেন। তিনি দেখিয়ে দিয়েছেন, একটা ছোট শহর থেকে উঠে এসে কীভাবে একজন মহিলা এই জায়গায় পৌঁচ্ছতে পারেন।

 

 

মধুর ভান্ডারকর লেখেন, খবর পাওয়া মাত্রই তিনি হতবাক হয়েছিলেন। তেমনই জাভেদ আখতারও জানান, খবর পাওয়া পর তিনি গভীরভাবে শোকাহত হন।

 

 

 

 

সুষমা স্বরাজের আকষ্মিক প্রয়াণের খবর পাওয়া মাত্রই বাকরুদ্ধ হয়েছিলেন লতা মঙ্গেশকর। 

 

 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |