ভারতীয় শিল্পীকে দেখেই ছুটে এসেছিলেন সালোয়ার-কামিজ পরা পাকিস্তানি তরুণ, কী বলেছিলেন দেব কোহলি?

পঞ্জাবের অমৃতসরের একটি খাবারের দোকানে অপেক্ষারত থাকা অবস্থায় হঠাৎ করেই ভারতীয় গীতিকারের এগিয়ে আসেন সালোয়ার-কামিজ পরা এক পাকিস্তানি ভক্ত। আচমকা এমন ঘটনা ঘটে যাবে, তা কল্পনা করেননি দুজনের কেউই। 

প্রায় আড়াই দশক আগের ঘটনা। পঞ্জাবের অমৃতসরে একটি ধাবায় অর্ডার করা খাবারের জন্য অপেক্ষা করছিলেন একজন শিখ ভদ্রলোক। মাথায় ছিল লাল পাগড়ি এবং সাদা পটকা (পাগড়ির নিচের ফলা)। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। হঠাৎ করেই একজন অপরিচিত ব্যক্তি অত্যন্ত উৎসাহ নিয়ে এগিয়ে এলেন তাঁর দিকে। বললেন, ‘আমি জানি আপনি দেব কোহলি’। শিখ ভদ্রলোক সালোয়ার-কামিজ পরা ভদ্রলোকটির দিকে তাকিয়ে বললেন, "হ্যাঁ, আমার নাম দেব কোহলি, আর তুমি...?"

সেই ব্যক্তি জানান যে, তিনি পাকিস্তান থেকে আসা এক পর্যটক, তাঁর নাম আসলাম পাঠান। তিনি দেব কোহলিকে বলেছিলেন যে, তিনি বলিউড গীতিকারের একজন বড় ভক্ত এবং তাঁর প্রচুর গান শোনেন। পাকিস্তানের একটি উর্দু ম্যাগাজিনে প্রকাশিত বেশ কিছু ছবির কারণে তিনি তাঁকে (দেব কোহলি) চিনতে পেরেছেন। তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের অনেক স্থানীয় গায়কও তাঁর গান গেয়ে উপার্জন করে থাকেন। এই কথা শুনে আপ্লুত হয়ে দেব কোহলি নিজের আসন থেকে উঠে পাকিস্তানের নাগরিকের সাথে হাত মেলান। গীতিকার এবং ভক্ত প্রায় কয়েক মিনিট ধরে ওই স্থানে নিজেদের জড়িয়ে ধরে রাখেন। সেই উষ্ণ আলিঙ্গনের বন্ধুত্ব ভারত এবং পাকিস্তান, উভয় দেশেরই বন্ধুত্বের ইতিহাসে চির অম্লান। 

Latest Videos

এরপরেই আসলাম পাঠানকে লাঞ্চে বসিয়ে দেন দেব কোহলি। তিনি কোহলি সম্পর্কে অনেক কিছু জানতেন। তাঁদের কথোপকথন থেকে জানা গিয়েছিল যে, দেব কোহলির জন্ম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ওই খাবারের দোকান থেকে গীতিকারের চলে যাবার সময় হলে তিনি একটি কাগজের টুকরো বের করেন, যাতে তিনি তার সর্বশেষ কবিতাটি লিখেছিলেন এবং তা নিজের পাকিস্তানি ভক্তকে উপহার দেন। এর ফলে, আসলাম ভীষণ বিচলিত হয়ে পড়েন। কীভাবে কবির অনুগ্রহ ফিরিয়ে দেবেন, সেবিষয়ে তিনি একেবারেই নিশ্চিত ছিলেন না। হঠাৎ গলা থেকে সোনার হারটি খুলে ফেলে তিনি দেব কোহলির গলায় পরিয়ে দেন। তরুণ পাকিস্তানি ভক্তের কাছ থেকে বরমালা পেয়ে ভারতীয় শিল্পী অভিভূত হয়ে পড়েন।

দেব কোহলি সলমান খানের ব্লকবাস্টার ছবি ম্যায়নে প্যায়ার কিয়া, 'আজা শাম হোনে আয়ি', 'কবুতর জা-জা' এবং শাহরুখ খানের সুপারহিট ছবি 'বাজিগর'-এর জন্য সর্বাধিক জনপ্রিয় গানগুলি লিখেছেন। ২৬ আগস্ট শনিবার ৮১ বছর বয়সে তিনি প্রয়াত হন। দীর্ঘ অসুস্থতা ও হাসপাতালে ভর্তির পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আরও পড়ুন- 
Weather News: হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ, আবহাওয়ার অস্বস্তি থেকে রেহাই মিলবে চলতি সপ্তাহেই
Sauraseni Maitra: পুজোর আগাম সাজে সোশ্যাল দুনিয়ায় আগুন ঝরালেন টলি অভিনেত্রী সৌরসেনী মৈত্র
‘কাশ্মীর সমস্যা-র অজুহাত দিয়ে ভারতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে পাকিস্তান’, মন্তব্য পাকিস্তানের ধর্মীয় পণ্ডিতের

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari