মাঝ আকাশে বোমাতঙ্ক! হায়দরাবাদগামী বিমানে ভয়াবহ চাঞ্চল্য, নিমেষের মধ্যে হল এমার্জেন্সি ল্যান্ডিং

Published : Sep 01, 2024, 05:20 PM ISTUpdated : Sep 01, 2024, 05:25 PM IST
Flight

সংক্ষিপ্ত

মাঝ আকাশে বোমাতঙ্ক! হায়দরাবাদগামী বিমানে ভয়াবহ চাঞ্চল্য, নিমেষের মধ্যে হল এমার্জেন্সি ল্যান্ডিং

ফের বোমাতঙ্ক বিমানে! এবার স্থগিত হয়ে গেল বিমান যাত্রা। হায়দ্রাবাদগামী বিমানে বোমাতঙ্ক। রবিবার ১ সেপ্টেম্বর ইন্ডিগোর ফ্লাইটটি মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে হায়দরাবাদে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল মারফত খবর আসে যে বিমানে বোম রয়েছে। তখন মাঝ আকাশে ছিল বিমানটি।

এরপর বিমানটিকে নাগপুরে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের নামি অপেক্ষা করতে বলা হয়। পরীক্ষা নিরিক্ষা করে দেখা হয় প্রতিটি যাত্রীকে। কিন্তু সন্দেহজনক কিছুই মেলে না বিমানে। অন্যদিকে ক্ষতিকারক কিছু না পাওয়ার কারণে দুপুর ২ নাগাদ ফের গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গিয়েছে বিমানটি।

বেশ কিছুদিন আগেও একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল একটি বিমানে। এবার ফের এই খবর আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে। কিন্তু হঠাৎ কেন এমন ভুয়ো তথ্য ছড়াল তার কারণ এখনও স্পষ্ট বাবে জানা যায়নি। পরের পর ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর আসছে ভারতে। তাই এবার নিরাপদ যাত্রা বেছে নিতে ফ্লাইটের উপরেই ভরসা রাখছেন বেশির ভাগ মানুষ এক্ষেত্রে বিমানেও বোমাতঙ্ক ছড়ানোর কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত আতঙ্কিত সাধারণ মানুষ।

                             আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল