নিজের বিয়েতে উদ্দাম নাচলেন নববধূ, সঙ্গত দিলেন দুলহে রাজা, ভাইরাল হল ভিডিও

Published : Nov 27, 2019, 10:43 AM ISTUpdated : Nov 27, 2019, 02:46 PM IST
নিজের বিয়েতে উদ্দাম নাচলেন নববধূ, সঙ্গত দিলেন দুলহে রাজা, ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

নিজের ইন্সটাগ্রামে নাচের ভিডিও শেয়ার ভিডিও শেয়ার করলেন নূববধূ পঞ্জাবি গানে বরের সঙ্গে উদ্দাম নৃত্য মুহুর্তে ভাইরাল হল ভিডিও  

নিজের বিয়ের দিন সামান্য টেনশনে থাকেন অনেক মেয়েই। তবে তার ছিটেফোটা লক্ষণ ছিল না প্রতিষ্ঠা আরোরার মধ্যে। বরং বিয়ের দিন প্রতিষ্ঠা ছিলেন বিন্দাস। উল্টে নববধূর লজ্জা ঝেড়ে ফেলে বিয়ের মণ্ডপে সকলকে নেচে তাক লাগিয়ে দিলেন এই নববধূ।

নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও শেয়ারও করেছেন প্রতিষ্ঠা। যেখানে বিখ্যাত পঞ্জাবি গান হউলি হউলি-তে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে রয়েছে তাঁর বরও। গানের তালে পা মিলিয়েছেন বিয়েতে আসা অতিথিরাও।

 

প্রতিষ্ঠার নাচ নজর কেড়েছে সকলেরই। আর তিনি যে নিজের বিয়ে ভালই এনজয় করছেন তা বোঝা যাচ্ছিল প্রতিষ্ঠার পায়ের স্টেপ দেখেই।

'আমি কেবল দেখতে পাচ্ছি কিউট বরকে পাশে নাচতে'  এই ক্যাপশন দিয়েই ভিডিওটি পোস্ট করেছন প্রতিষ্ঠা। আর সোশ্যাল মিডিয়ার জগতে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে তাঁর এই নাচ। ক্রমেই বেড়ে চলেছে ভিউয়ারের সংখ্যা। ইতিমধ্যে ১.৩ লক্ষ মানুষ দেখে ফেলেছেন তাঁর নাচ। সকলেই নববধূর ডান্সিং স্টেপে মুগ্ধ। আক সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নববধূ প্রতিষ্ঠাকে। 

PREV
click me!

Recommended Stories

এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু
দশ হাজার নয়, এক লাখ দিলেও মুসলিমরা আমাকে ভোট দেবে না: অসমের মুখ্যমন্ত্রী