রসিক বরের আচরণে ক্ষেপে লাল, মালা বদলে দেরি হওয়ায় বরকে লাথি মেরে পালাল হবু বউ

Published : Sep 03, 2024, 02:58 PM ISTUpdated : Sep 03, 2024, 03:01 PM IST
mass marriage

সংক্ষিপ্ত

বর দুষ্টুমি করল বলে হবু বউ এত রেগে গেল যে সে মণ্ডপ ছেড়ে চলে গেল। ভাইরাল হল এমনই একটি ভিডিও।

এ ভারি আজব কাণ্ড। বিয়ের আসরে দুষ্টুমি তো হবেই। কিন্তু, বর দুষ্টুমি করল বলে হবু বউ এত রেগে গেল যে সে মণ্ডপ ছেড়ে চলে গেল। ভাইরাল হল এমনই একটি ভিডিও।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, মণ্ডপে হাজির হয়েছে বর কনে দুজনই। মালাবদল করবেন বলে দাঁড়িয়েছেন একে অপরের সামনে।। শুভক্ষণ সাক্ষী থাকতে তাদের ঘিরে সকল আত্মীয়-স্বজন। এই সময় হঠাৎ ঘটল বিপত্তি। মালা বদলের সময় দুষ্টুমি করবে বসলেন হবু বর। সেই রসিক বর মশাই মজা করতে গিয়ে পড়লেন বিপদে। মালা বদলের আগে সে মজা করতে গেল। সহজে যাতে মালা না পড়ে সে কারণে নানান কায়দা করছে বর। কনে অনেক চেষ্টা করেও মালা পরতে পারছিলেন না। এবার ঘটল আসল কাণ্ড। হঠাৎ রেগে লাল তরুণী। এতটাই রেগে গেল যে বরকে সবার সামলে মারল লাথি। আর রেগে মেগে আসর ছেড়ে চলে গেল সে।

মজা করতে গিয়ে হারাল বউ। তবে এর পর আদৌ বিয়ে হল কিনা তা কারও জানা নেই। কারণ ভাইরাল হওয়া ভিডিও-তে মিলেছে এই টুকুই। এর আগে বিয়ের আসর থেকে বর কিংবা কনে পালানোর ঘটনা ঘটেছে বহু। মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে এমন খবর। তবে, বরকে লাথি মেরে বউ পালিয়েছে এমন কথা শুনেছেন কখনও? এবার ঘটল এমন অবাক কাণ্ড। শেষে মালা পরাতে দেরি হল বলে রেগে গেল বউ। এতটাই রেগে গেল যে আসর ছেড়ে পালাল সে।    

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব