ভয়ঙ্কর দুর্নীতি! নিজেকে বাঁচাতে টয়লেটে ফ্লাশ করে দিলেন হাজার হাজার টাকা, দমকল আধিকারিকের কাণ্ড জানলে থ হয়ে যাবেন

ভয়ঙ্কর দুর্নীতি! নিজেকে বাঁচাতে টয়লেটে ফ্লাশ করে দিলেন হাজার হাজার টাকা, দমকল আধিকারিকের কাণ্ড জানলে থ হয়ে যাবেন

নিজেকে বাঁচাতে ঘুষের ৬০ হাজার টাকা টয়লেটে ফেললেন এক ব্যক্তি! দমকল দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে অবৈধ ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পিএনজি কানেকশন ও নো অবজেকশন সার্টিফিকেটের জন্য টাকা চেয়েছিলেন বলে ঘুষ চেয়েছিলেন এই আধিকারিক বলে অভিযোগ উঠেছে।

এরপর মুম্বই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরোর তরফে ওই দমকল আধিকারিককে ধরা হয়। এদিকে ঘুষের টাকা তড়িঘড়ি সরাতে । কড়কড়ে ৬০ হাজার টাকা টয়লেট দিয়ে ফ্লাশ করে দেন অভিযুক্ত আধিকারিক। এরপর এসিবির অফিসাররা ওই বিল্ডিংয়ের চেম্বার থেকে প্রায় ৫৭ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়।

Latest Videos

জানা যায়, বোরিভালি পশ্চিমের এক হোটেল মালিক পিএনজি কানেকশনের জন্য আবেদন করেছিলেন। প্রথমে অনলাইনে আবেদন করলেও পরে সিনিয়র সেন্টার অফিসার প্রহ্লাদ শিতোলার সঙ্গে দেখা করেন ওই ব্যক্তি। সেই আবেদন মঞ্জুর করতেই হাজার হাজার টাকা ঘুষের দাবি করেন এই আধিকারিক। এরপর তাঁকে সেই টাকা ঘুষও দেওয়া হয়। কিন্তু শেষমেশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হোটেল মালিক।

অন্যদিকে টাকা নিয়ে বাড়ি গেলেও নিজেকে বাঁচাতে ৬০ হাজার টাকা টয়লেটে ফ্লাশ করে দেন ওই আধিকারিক কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অফিস ও বাড়ির চেম্বার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল অঙ্কের টাকা।

                        আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতের পর প্রতিক্রিয়া Abhijit Ganguly-র
Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল