ভয়ঙ্কর দুর্নীতি! নিজেকে বাঁচাতে টয়লেটে ফ্লাশ করে দিলেন হাজার হাজার টাকা, দমকল আধিকারিকের কাণ্ড জানলে থ হয়ে যাবেন

ভয়ঙ্কর দুর্নীতি! নিজেকে বাঁচাতে টয়লেটে ফ্লাশ করে দিলেন হাজার হাজার টাকা, দমকল আধিকারিকের কাণ্ড জানলে থ হয়ে যাবেন

Anulekha Kar | Published : Sep 3, 2024 9:21 AM IST

নিজেকে বাঁচাতে ঘুষের ৬০ হাজার টাকা টয়লেটে ফেললেন এক ব্যক্তি! দমকল দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে অবৈধ ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পিএনজি কানেকশন ও নো অবজেকশন সার্টিফিকেটের জন্য টাকা চেয়েছিলেন বলে ঘুষ চেয়েছিলেন এই আধিকারিক বলে অভিযোগ উঠেছে।

এরপর মুম্বই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরোর তরফে ওই দমকল আধিকারিককে ধরা হয়। এদিকে ঘুষের টাকা তড়িঘড়ি সরাতে । কড়কড়ে ৬০ হাজার টাকা টয়লেট দিয়ে ফ্লাশ করে দেন অভিযুক্ত আধিকারিক। এরপর এসিবির অফিসাররা ওই বিল্ডিংয়ের চেম্বার থেকে প্রায় ৫৭ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়।

Latest Videos

জানা যায়, বোরিভালি পশ্চিমের এক হোটেল মালিক পিএনজি কানেকশনের জন্য আবেদন করেছিলেন। প্রথমে অনলাইনে আবেদন করলেও পরে সিনিয়র সেন্টার অফিসার প্রহ্লাদ শিতোলার সঙ্গে দেখা করেন ওই ব্যক্তি। সেই আবেদন মঞ্জুর করতেই হাজার হাজার টাকা ঘুষের দাবি করেন এই আধিকারিক। এরপর তাঁকে সেই টাকা ঘুষও দেওয়া হয়। কিন্তু শেষমেশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হোটেল মালিক।

অন্যদিকে টাকা নিয়ে বাড়ি গেলেও নিজেকে বাঁচাতে ৬০ হাজার টাকা টয়লেটে ফ্লাশ করে দেন ওই আধিকারিক কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অফিস ও বাড়ির চেম্বার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল অঙ্কের টাকা।

                        আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

ভাসছে ঘাটাল, ভাঙছে একের পর এক বাড়ি, প্রশাসনের দিকে অভিযোগের আঙুল | Ghatal News Today
'এদের তো গ্রেফতার করা উচিৎ সরিয়ে কী হবে?' রাজ্যের পুলিশের রদবদল নিয়ে প্রশ্ন সুকান্তর | R G Kar Case
জলের তোড়ে চোখের সামনে তলিয়ে গেল বাইক, অল্পের জন্য রক্ষা পেলেন দুই বাইক আরোহী | Viral Video | Flood
কি অবস্থা দেখুন! নদিয়ায় সরকারি হাসপাতাল চত্বরে ঢুকুঢুকু'র আসর! যা হল দেখুন | Nadia Hospital News |
'CBI-এর রিপোর্টে যা আছে, যেদিন প্রকাশ্যে আসবে...' যা বলেদিলেন শুভেন্দু | Suvendu Adhikari | RG Kar