পুরান প্রেম চাগাড় দিতেই বিপত্তি! কনের মাকে নিয়ে চম্পট দিল বরের বাবা, পরে যা ঘটল..

Published : May 19, 2024, 10:42 AM IST
Marriage

সংক্ষিপ্ত

পুরান প্রেম চাগার দিতেই বিপত্তি! কনের মাকে নিয়ে চম্পট দিল বরের বাবা

দিন কয়েক পরেই বিয়ে। চলছে জোরকদমে বিয়ের প্রস্তুতি। এর মাঝেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। কনের মাকে নিয়ে চম্পট দিল। বরের বাবা। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে।

বিয়ের আগেই কনের মায়ের সঙ্গে পালিয়ে যান বরের বাবা। ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: এই দেবীর কাছে মানত করলেই চাকরি পাকা, নিমেষে বদলে যাবে জীবন! কোথায় এই সার্ভিস কালীর মন্দির?

হিম্মত প্যাটেল নামের এক ব্যক্তির সঙ্গে শোভনা রাওয়ালের মেয়ের বিয়ের ঠিক হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু ছেলে মেয়ের চার হাত এক হওয়ার আগেই পালিয়ে গেলন বেয়াই-বেয়ান!

আরও পড়ুন: বাড়ির বেড়া ভেঙে যৌন নিগ্রহের চেষ্টা কিশোরীকে! ফের সংবাদ শিরনামে সন্দেশখালি

পরিবার সূত্রে জানা গিয়েছে হিম্মত ও শোভনা একে অপরের পূর্ব পরিচিত ছিলেন। বিবাহ উপলক্ষে বহু বছর পরে ফের তাঁদের দেখা হয়। গুজরাটের সুরাটের কাতারগ্রাম এলাকার বাসিন্দা হিম্মত অন্যদিকে নভরাসি জেলার ভেজালপুরের বাসিন্দা শোভনা ছোট থেকেই একে অপরকে চিনতেন। দুজনে আগে কাতারগামের একটি কমপ্লেক্সে থাকবেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তবে সন্তানদের বিয়ের কারণে ফের যোগযোগ হয় এই দুই বাল্যবন্ধুর। এরপর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এখনও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের