BSF Captured Pakistani Ranger: বাংলার জওয়ান আটকে পাকিস্তানে! পাল্টা পাকিস্তানি রেঞ্জারকে তুলে নিল বিএসএফ

Published : May 04, 2025, 12:05 AM ISTUpdated : May 04, 2025, 12:41 AM IST
BSF Jawan

সংক্ষিপ্ত

BSF Captured Pakistani Ranger: বিএসএফ-এর হাতে এবার বন্দি হল এক পাক রেঞ্জার। রাজস্থান থেকে তাঁকে আটক করা হয়েছে।  

BSF Captured Pakistani Ranger: একেই বলে পাল্টা আঘাত। পাকিস্তানকে মোক্ষম জবাব দিল ভারত। কারণ, BSF-এর হাতে পাকড়াও হয়েছে এক পাক রেঞ্জার। শনিবার, রাজস্থানের ফোর্ট আব্বাসে ঐ পাকিস্তানি জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বিএসএফ সূত্রে কী জানা যাচ্ছে? 

সেই পাক রেঞ্জার ইচ্ছাকৃতভাবেই সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে বলে বিএসএফ সূত্র জানাচ্ছে। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও তাঁর মধ্যে কোনও আক্ষেপ দেখা যায়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে দেয় সে। তখনই তাঁকে আটক করেন ভারতীয় জওয়ানরা। 

এদিকে আবার তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। এরপর সেই পাক রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পাক বাহিনী। এরপর শনিবারই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক-জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। 

কিন্তু তাতে কান দেয়নি বিএসএফ। যার জেরে আপাতত ভারতেই আটক রয়েছে ওই জওয়ান। প্রসঙ্গত, মাত্র ৭ দিন আগে ঠিক একইভাবে বাংলার জওয়ান পূর্ণম সাউকে আটক করেছিল পাকিস্তান। পহেলগাঁও কাণ্ড নিয়ে পরিস্থিতি যখন উদ্বেগজনক, ঠিক তখনই পড়শি দেশের সীমানায় ভুলবশত ঢুকে পড়েছিলেন তিনি। তারপরেই তাঁকে আটক করে পাকিস্তান। 

ফ্ল্যাগ মিটিং হলেও এখনও তাঁকে ছাড়েনি পাকিস্তান।আর সেই ঘটনাকে ঘিরে রীতিমতো চিন্তায় রয়েছেন সেই জওয়ানের পরিবার। আর এবার পাকিস্তানি রেঞ্জারকে তুলে নিল ভারত। কারণ, শনিবার সেই পাক রেঞ্জার ইচ্ছাকৃতভাবেই সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে দেয় সে। তখনই তাঁকে আটক করেন ভারতীয় জওয়ানরা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্ত, মোদী ফোনে ক্রিস্টোফারকে স্বাগত জানালেন
জেনে নিন আপনার শহরে ডিজেল ও পেট্রোলের দাম জানুন