Budget 2024: ভূয়সী প্রশংসা মোদীর মুখে, বললেন 'সমাজের প্রতিটি শ্রেণি শক্তিশালী হবে'

Published : Jul 23, 2024, 04:57 PM IST
PM Narendra Modi

সংক্ষিপ্ত

বাজেট নিয়ে ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর দেশবাসীর প্রতি ভাষণে এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাজেট নিয়ে ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে। সমাজের প্রতিটি শ্রেণিকে শক্তিশালী করতে সাহায্য করবে এই কেন্দ্রীয় বাজেট, বললেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বাজেট পেশ করার পর দেশবাসীর প্রতি ভাষণে এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

মঙ্গলবার, সকাল ১১টায় তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বক্তৃতা দিতে উঠে তাঁর নেতৃত্বাধীন সরকারের বাজেটের প্রশংসা করে মোদী জানান, “সমাজের সমস্ত শ্রেণিকে শক্তিশালী করবে এই কেন্দ্রীয় বাজেট। দেশের গরিব মানুষ, গ্রাম এবং কৃষকদেরকে উন্নতির পথে নিয়ে যাবে।”

তিনি আরও যোগ করেন, “এই বাজেট নতুন মধ্যবিত্ত শ্রেণিকে আরও শক্তি জোগাবে।” এই বাজেটের ফলে, মহিলা এবং ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবে বলে জানান নরেন্দ্র মোদী।

মোদী তাঁর ভাষণে গুরুত্ব দেন কর্মসংস্থানকেও। নির্মলা সীতারামনের ঘোষণাকে উদ্ধৃত করে তিনি জানান, “কাজের বহু সুযোগ তৈরি হচ্ছে।” প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, কর্মক্ষেত্রে প্রবেশ করা নতুন শ্রমজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ডে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও। অর্থমন্ত্রী সংসদে জানান, প্রথম যারা কাজে ঢুকছেন, তাদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন জমা দেওয়া হবে। তা ছাড়া আগামী পাঁচ বছরে এক কোটি যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার ঘোষণা প্রসঙ্গে মোদী জানান, “এর ফলে গ্রামীণ এলাকার যুবকরাও শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে কাজের সুযোগ পাবেন।”

সবমিলিয়ে, এই বাজেট নিয়ে বেশ আত্মবিশ্বাসের সুর শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে সরকার গঠনের পর এটি তাঁর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। আর সেই কেন্দ্রীয় বাজেটে তিনি বললেন, বাস্তবেই সমাজের প্রতিটি শ্রেণিকে শক্তিশালী করতে সাহায্য করবে এই কেন্দ্রীয় বাজেট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়