Budget 2025: বাজেট পেশে রেকর্ড তৈরির পথে নির্মলা, পিছিয়ে এই বাঙালির থেকে

Published : Feb 01, 2025, 10:44 AM IST

১ ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে তিনি ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি পরপর আটবার বাজেট পেশ করছেন। 

PREV
110
বাজেট ২০২৫

১ ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে তিনি ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি পরপর আটবার বাজেট পেশ করছেন।

210
নির্মলা এগিয়ে

মহিলা অর্থমন্ত্রী ভারতে নির্মলা সীতারামনের মেয়াদই সবথেকে দীর্ঘ।

310
নির্মলার আগে কারা

নির্মলা সীতারামনের আগে রয়েছেন মোরারজি দেশাই। রয়েছেন প্রণব মুখোপাধ্য়ায়।

410
১০টি বাজেট পেশের রেকর্ড

মোরাজজি দেশাই ১৯৫৯-১৯৬৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী থাকার সময় ৬টি বাজেট পেশ করেছিলেন। পরবর্তীকালে ১৯৬৭-৬৯ সালের মেয়াদে আরও ৪ বার বাজেট পেশ করেন। মোট ১০ বার বাজেট পেশের রেকর্ড রয়েছ।

510
দ্বিতীয় স্থানে প্রণব

বাজেট পেশে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রয়াত প্রণব মুখোপাধ্য়ায়। তিনি ৯ বার বাজেট পেশ করেছেন।

610
নির্মলা ছোবেন

এই বার বাজেট পেশ করে নির্মলা সীতারামন ছুঁয়ে ফেলবেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। তিনিও ৮ বার বাজেট পেশ করেছেন।

710
নির্মলার রেকর্ড

সীতারামন, তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে টানা আটটি বাজেট - ট্রটে সবচেয়ে বেশি বাজেট উপস্থাপনের রেকর্ড বজায় রাখবেন।

810
নির্মলার আরও রেকর্ড

২০১৯ সালে প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে বাজেট বক্ততা দিয়েও তিনি রেকর্ড করেছিলেন। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট ছিল তাঁর বাজেট বক্তৃতা।

910
ডিজিটাল বাজেট

নির্মলা সীতারামনই প্রথম ডিজিটাল বাজেট পেশ করেন।

1010
ব্রিফকেসের পরিবর্তে ব্যাগ

নির্মলা সীতারামন ব্রিফকেসে বাজেটের গুরুত্বপূর্ণ নথি আনা বন্ধ করেছিলেন। তিনি ব্যাগে নিয়ে আসেন। ব্রিটিস ঐতিহ্যকে দূরে সরাতে ভারতীয় ব্যাগের ওপরই ভরসা রেখেছিলেন নির্মলা।

click me!

Recommended Stories